Home রূপচর্চা একরাতেই ব্রণ দূর করার দারুণ কৌশল শিখে নিন

একরাতেই ব্রণ দূর করার দারুণ কৌশল শিখে নিন

by shamim ahmed

ব্রণের সমস্যায় নারী পুরুষ উভয়েই পড়ে থাকেন। অনেকেই দেখতে পান পরের দিন যদি কোনো বিশেষ অনুষ্ঠান বা কাজ থাকে তাহলে ব্রণের উপদ্রবটা অনান্য দিনের তুলনায় একটু বেশিই শুরু হয়ে যায়। ব্যাপারটি আসলে কিছুই নয়। আপনার ত্বকে ময়লা জমে যাওয়া এবং রোমকূপ বন্ধ হয়ে যাওয়ার কারণেই ব্রণের সমস্যা শুরু হয়। এই সমস্যা দূর করে নেয়া যায় মাত্র ১ রাতের মধ্যেই। ব্রণ থেকে পুরোপুরি মুক্তি পেতে একটু তো সময় লাগবেই। কিন্তু ব্রণের আকার ও লালচে ফোলাভাব যদি একরাতের মধ্যেই দূর করে ফেলা যায় তাহলে অনেক উপকার পাওয়া যায়। না, কোনো ঔষধ খেতে হবে না বা কোনো ইনজেকশন নিতে হবে না। ঘরের প্রাকৃতিক কিছু উপাদানেই এই কাজটি করে ফেলা সম্ভব। চলুন তাহলে শিখে নেয়া যাক কৌশলটি।

যা যা লাগবেঃ

– ২ চা চামচ আপেল সিডার ভিনেগার
– ১ বা দেড় চা চামচ লেবুর রস
– ১ বা দেড় চা চামচ বেকিং সোডা

পদ্ধতিঃ

– প্রথমে একটি পরিষ্কার বাটিতে আপেল সিডার ভিনেগার নিয়ে এতে তাজা লেবুর রস চিপে দিন। এরপর এতে দিন বেকিং সোডা
– বুদবুদ বা গ্যাস দেখে ভয় পাবেন না। কিছুক্ষন রেখে দিন ও গ্যাস বের হয়ে যেতে দিন।
– ত্বক ভালো করে পরিষ্কার করে নিয়ে এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে নিন। ইচ্ছে হলে পুরো ত্বকে লাগাতে পারেন অথবা শুধুমাত্র ব্রণের উপরেও লাগাতে পারেন।
– ১৫-২০ রেখে ভালো করে ধুয়ে ফেলুন। সকালে ব্রণের লালচে ফোলাভাব কমে যাওয়া নিজেই টের পাবেন।
– বেঁচে যাওয়া মিশ্রনটুকু ফ্রিজে এয়ার টাইট বোতলে সংরক্ষণ করতে পারেন।

* লেবুর রসে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে এই পদ্ধতি ব্যবহার করবেন না।

You may also like

Leave a Comment