তিন অপারেটিং সিস্টেমের ফোন নিয়ে আসছে নকিয়া। এই ফোনটির মডেল নকিয়া এন ১০। এই ফোনটি উইন্ডোজ, অ্যানড্রয়েড এবং মিগো অপারেটিং সিস্টেমে চালানো যাবে। ফোনটি ২০১৬ সালে বাজারে আসবে।
ট্রিপল বুটের এই ফোনটি অন করার সময় অপারেটিং সিস্টেম বেছে নেয়ার সুযোগ রয়েছে। মন চাইলে এটিতে এই তিনটির যেকোনো একটি অপারেটিং সিস্টেম দিয়ে চালানো যাবে।
এর আগে নকিয়া এন৯ ফোনে ডুয়েল অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ফোন বাজারে ছেড়েছিল। ঐ ফোনটিতে মিগো ১.২ এবং হারমাত্তান অপারেটিং সিস্টেম ইনস্টল ছিল। এবার নকিয়া আনতে যাচ্ছে তিনটি অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ফোন।
বিশেষভাবে ডিজাইন করা এই ফোনটিতে থাকছে ১.২ গিগাহার্টজের প্রসেসর, ১ জিবি র্যাম। ফোনটি ১৬ জিবি এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে।
নকিয়া এন ১০ ফোনটিতে শক্তিশালী ব্যাটারি থাকছে। ফোনটি থ্রিজি নেটওয়ার্কে ৪৫০ ঘণ্টা স্ট্যান্ডবাই মোডে সচল থাকতে পারবে।
নকিয়ার এই ফোনটির রিয়ার ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশগান থাকছে। সেলফি ক্যামেরা হবে ৫ মেগাপিক্সেলের।
ফোনটি অ্যালুমিনিয়াম কেসিংয়ে তৈরি হবে। এটির ডিসপ্লে হবে ৩.৯ ইঞ্চির। ডিসপ্লে কিছুটা বাঁকানো। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন থাকছে ।
মধ্যম ঘরানার এই ফোনটির দরদাম হাতের নাগালেই হবে বলে আশা করা হচ্ছে।