এখন থেকেই অনলাইনে ওমরাহ ভিসার আবেদন গ্রহণ শুরু করল সৌদি।

index431
আপনাদের সামনে আমি আবার একটি নতুন খবর নিয়ে হাজির হলাম। খবরটি পড়ে আমার মুসলিম ভাই-বোনেরা হইতো কিছুটা হলেও উপকৃত হবেন, এই আশা নিয়ে আমি আপনাদের কাছে এই খবরটি শেয়ার করলাম।
আগামী বছর যাঁরা ওমরাহ করতে যেতে চান তাঁদের জন্য ভিসা দেওয়ার কাজ শুরু করল সৌদি হজমন্ত্রক। ওমরাহ এজেন্সিগুলি এখন থেকেই ইচ্ছুক ব্যক্তিদের নিকট থেকে আবেদন গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি হজ বিষয়ক মন্ত্রী বন্দর হাজ্জার। মন্ত্রী জানিয়েছেন। ২৩ নভেম্বর থেকেই তাঁর মন্ত্রক ওমরাহর আবেদনপত্র নেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। গত বছর থেকেই অনলাইনে আবেদন শুরু করেছে সৌদি প্রশাসন।  অনলাইনে ৬০ লক্ষের ওপর আবেদন অনুমোদন পেয়েছিল গত বছর। মন্ত্রী জানিয়েছেন, পবিত্র কাবা শরীফের সম্প্রসারণের জন্য কিছু সমস্যা রয়েছে। তা সত্ত্বেও ওমরাহ যাত্রীদের স্বচ্ছন্দের জন্য আপ্রাণ চেষ্টা চালাবে তাঁর মন্ত্রক এবং তিনি আরও জানান, আগামী বছর থেকেই নতুন নিয়ম চালু হয়ে যাবে। হাজ্জার বলেন, বিদেশী ওমরাহযাত্রীদের সুবিধার জন্য বিদেশমন্ত্রকের সঙ্গে যৌথভাবে হজমন্ত্রকের ওয়েবসাইট খোলা হয়েছে। ভিসা সংক্রান্ত ব্যবস্থাটি অনলাইন হয়ে যাওয়ার ফলে আবেদনকারীদের অযথা সময় নষ্ট হওয়া বা হয়রানি হওয়া কমবে। কয়েক ঘন্টার মধ্যেই আবেদনের অবস্থা জানা সম্ভব হবে।

Leave a Reply