ফোল্ডার লক হচ্ছে প্রয়োজনিয় বা ব্যাক্তিগত ফাইল সংরক্ষন করার একটি জনপ্রিয় সফটওয়্যার। অনেকের ফোনে অনাকাঙ্খিত ব্যাবহার কারির প্রভাবে অনেক প্রয়েজনিয় ফাইল ডিলিট হয়ে যায় বা ফাস হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য ফোল্ডার লক এ্যাপস ব্যাবহার করতে পারেন। এতে আপনি পাচওয়ার্ড সংরক্ষন করতে পারবেন এবং নিজের ব্যাক্তিগত ফাইল নিরাপদ রাখতে পারবেন।
বৈশিষ্ঠ্যঃ
১) ব্যাক্তিগত ছবি সংরক্ষন করা যায়।
২) ব্যাক্তিগত ছবি কিংবা ভিডিও লুকিয়ে রাখা যায়।
৩) গুরুত্বপুর্ন ডকুমেন্ট সমুহ লক করে রাখতে পারেন।
এছাড়া আরও অন্যান্ন সুবিধা আপনি এই এ্যাপস থেকে পাবেন। এ্যাপসটি গুগল প্লেস্টের থেকে ডাউনলোড করা যাবে।
AppLock
এ্যাপ লক হচ্ছে খুবই জনপ্রিয় একটি এন্ড্রয়েড এ্যাপ্লিকেশন লকার অ্যাপস। অ্যাপসটি ব্যাবহার করে আপনি আপনার এন্ড্রয়েড ফোনের অ্যাপসগুলোকে পাচওয়ার্ড সংরক্ষন করে নিরাপদে রাখতে পারবেন। এতে অনাকাঙ্খিত ব্যাবহার কারির ঝুকি অনেক কম থাকে।
অ্যাপসের বৈশিষ্ঠ্য সমুহঃ
১) ৫০ টির ও বেশি দেশে অ্যাপসটি ব্যাবহার হয়।
২) ১০০ মিলিয়নের বেশি এন্ড্রয়েড ব্যাবহার কারি এটি ব্যাবহার করে থাকে।
৩) অ্যাপসটি আপনি সেটিংস, ফেসবুক, জিমেইল, গ্যালারি এবং অন্যান্ন অ্যাপস সুরক্ষিত রাখতে ব্যাবহার করতে পারেন।
৪) আপনার ছবি কিংবা ভিডিও লুকিয়ে রাখতে এবং প্রবেশঅধিকার নিয়ন্ত্রন করতে ও অ্যাপসটি ব্যাবহার করতে পারেন।
৫) গোপন পিনের মাধ্যমে আপনি আপনার লুকিয়ে রাখা ফাইল সমুহ দেখতে পারবেন।
এছাড়া আরও অন্যান্ন সুবিধা আপনি অ্যাপসটি থেকে পেতে পারেন। এবং অ্যাপসটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
Lock File, Folder, Protected
আপনি কি আপনার ডকুমেন্ট পাঠ্য ফাইল কিংবা ভিডিও কিংবা ব্যাক্তিগত অ্যাপস অনাকাঙ্খিত ব্যাবহারকারির হাত থেকে রক্ষা করতে চান তাহলে এই অ্যাপসটি আপনার জন্য খুবই উপযোগি। এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার একান্ত ব্যাক্তিগত ফাইল লক করা কিংবা লুকিয়ে রাখতে পারবেন। তাতে আপনার ফাইল অনেকটা নিরাপদে থাকে।
অ্যাপসটির বৈশিষ্ঠ্যঃ
১) একাধিক ফাইল লক করার এটিই হচ্ছে সবচেয়ে সহজ উপায়।
২) ডকুমেন্ট সমুহ সরাসরি এই অ্যাপসের মাধ্যমে ওপেন হয়।
৩) অ্যাপটি কন্টেন্ট এবং ফাইলকে আলাদা আলাদা ভাবে এনকোড করে থাকে।
৪) অস্থায়ী বা টেম্পরারি ফাইল সমুহকে সংরক্ষন করতে নোটিফিকেশন প্রদান করে থাকে।
এছাড়া অ্যাপসটি ব্যাবহার করে আরও অন্নান্য সুবিধা পেতে পারেন। এবং অ্যাপসটি গুগল প্লেস্টোর থেকে বিনামুল্যে ডাউনলোড করা যাবে।