হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে টপিকটা নিয়ে সবার সামনে হাজির হয়েছি তা হলো ওয়েব ডিজাইন শেখার জন্য যে বিষয় গুলো জানতে হবে। তো চলুন আমরা মূল কথায় আসি এবং ওয়েব ডিজাইন শেখার জন্য যে বিষয় গুলো আপনাকে জানতেই তা আলোচনা করা হলো
১। বেসিক এইচ টি এম এল (HTML)
ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে যে বিষয়টা প্রথমে জানতে হবে সেটি হলো বেসিক এইচ টি এম এল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এই ভাষাটি হলো শুধুমাত্র মার্ক আপ ল্যাংগুয়েজ কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ না। এই ভাষাটি আপনি জানতে পারলে খুব ভালো ভাবে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন। এই এইচ টি এম এল শিখতে হলে আপনাকে বেশ কিছু শব্দ জানতে হবে যেমন,
- এইচটিএমএল এলিমেন্ট
- এইচটিএমএল ট্যাগ
- এইচটিএমএল অ্যাট্রিবিউট
এছাড়া আরো বেশ কিছু বিষয় জানতে হয় এইচ টি এম এল শিখতে হলে
২। সিএসএস (css)
ওয়েব ডিজাইন শিখতে হলে যে বিষয়টা আপনাকে খুব ভালো জানতে হবে সেটা হলো সিএসএস জানা। সিএসএস ও হলো একটা মার্ক আপ ল্যাংগুয়েজ যেটা আপনি এর আগে এইচটিএমএল এ করে এসেছেন সেটার অন্য রুপ দেওয়া এবং নানা রকম স্টাইলিশ করা যায় ওয়েবসাইট কে তাই ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে ভালো সিএসএস শিখতে হবে। সিএসএস এর কিছু কাজ আছে যেমন একটা প্যারাগ্রাফ কে (<p></p>) বা হেডিং (<h1></h1>) ইত্যাদি যে কোন কিছুর পরিবর্তন কালার পরিবর্তন, ফন্ট ছোট বড় করা এসব নানা কিছু সিএসএস করা হয়ে থাকে এবং একটা বিষয় আপনাকে সব সময় মনে রাখতে হবে সেটা হলো সিএসএস শেখার আগে এইচটিএমএল ভালো ভাবে জানতে হবে
৩। ফটোশপ
আপনাকে ওয়েব ডিজাইন শিখতে হলে ভালো করে ফটোশপ এর বিষয়ে জানতে হবে এবং এখানে আপনাকে যে প্রধান কাজ টি শিখতে হবে হবে সেটা হলো পিএসডি ফাইল থেকে এইচটিএমএল টেমপ্লেট বানানো। ফটোশপ হলো গ্রফিক্সের কাজ করার জন্য একটি দারুন সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনার খুব প্রয়োজন হবে আপনি যদি ওয়েব ডিজাইনার হতে চান। ফটোশপ শিখতে তেমন কোন প্রোগ্রামিং জানতে হয় না মোটামুটি জানলেই হবে
৪। জাভাস্ক্রিপ্ট
ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে এখন যে বিষয় টা জানতে হবে সেটা হলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হলো ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা ব্রাউজার এর স্ক্রিপ্টিং। ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ অনেক গুরুত্ব পূর্ণ কাজ আছে তাই এটা শেখা খুব গুরুত্বপূর্ণ
৫। জোকোয়েরি
জোকোয়েরি শেখার মাধ্যমে আপনি খুব ভালো মানের ওয়েব ডিজাইন শিখতে পারেন জোকোয়েরি বলতে আমরা জানি জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। তাই জোকোয়েরি দিয়ে আপনি আপনার ওয়েব সাইটের অনেক কাজ করতে পারেন
৬। পিএইচপি
ওয়েব ডিজাইন শিখতে হলে পিএইচপি শিখতে হবে খুব ভালো করে পিএইচপি বলতে বোঝায় Hypertext Preprocessor. এই প্রোগ্রামটির উদ্দেশ্য হল ওয়েব পেজ দ্রুত তৈরী করা। আরেকটি দিকে বিশেষ ভাবে নজর রাখতে হবে সেটা হলো আপনাকে খুব ভালো ভাবে এইচটিএমএল এবং এইচটিএমএল ফর্ম জানতে হবে
ত বন্ধুরা ওয়েব ডিজাইন শিখতে যে প্রধান বিষয় গুলো জানতে হবে আশা করি কিছুটা হলেও আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন
ধন্যবাদ