Home সফটওয়্যার কম্পিউটার এর জন্য বারকোড রিডার সফটওয়্যার

কম্পিউটার এর জন্য বারকোড রিডার সফটওয়্যার

by shamim ahmed

বারকোড বর্তমান সময়ে একটা জনপ্রিয় পদ্ধতি। এর মাধ্যমে ছোট্ট একটা ছবির মধ্যে অনেক তথ্য সংরক্ষণ করে রাখা যায়। আর একারণেই আজকাল বিভিন্ন পণ্য ও অন্যান্য বিভিন্ন বিজ্ঞাপনে এই বারকোড এখন অহরহই ব্যবহার হচ্ছে। এই বারকোড ডিকোড করতে হলে তার ছবি তুলে বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হয়। আজকাল অনেক মোবাইল এর জন্যই বিভিন্ন বারকোড রিডার সফটওয়্যার পাওয়া যায়।

রিডার

কম্পিউটার এর জন্য বারকোড রিডার এর বেশ কিছু সফটওয়্যার রয়েছে । এর মধ্যে ByteScout Barcode Reader সফটওয়্যারটি বেশ ভাল। এর মাধ্যমে আপনি বারকোড এর ছবি যে কোন ডিভাইস দিয়ে তুলে কিংবা ওয়েবক্যাম থাকলে সরাসরি কম্পিউটার দিয়ে ছবি তুলে খুব সহজেই বারকোড পড়তে পারবেন। সফটওয়্যারটির ব্যবহার খুব সহজ। আর সাইজ মাত্র 1.2 এমবি।

You may also like

Leave a Comment