কৈ মাছের আরেক অন্যোন্য স্বাদ কৈ মাছ ভাজি

নদীমাতৃক এই দেশে বাংলাদেশ। এদেশের নদীগুলো মাছে পরিপূর্ণ এছাড়াও খাল-বিল সহ হাওর-বাওর ও পুকুরগুলতে রয়েছে বিভিন্ন রকমের মাছ। আর এই সকল মাছ গুলোর মধ্যে কৈ মাছ অন্যতম। আসুন আজ কৈ মাছ ভাজির একটা সহজ রেসিপি শিখেনি ব্যাচেলর ও কর্মজীবীদের জন্য এই রেসিপিটি অধিক প্রয়োজনীয়।

উপকরণ:

কৈ মাছ পরিষ্কার করে ধোয়া ৪ টি,

কাঁচামরিচ/শুকনা মরিচ গুঁড়া ১/২ চা-চামচ

হলুদ গুঁড়া সামান্য

লেবুর রস ১ চা চামচ

লবণ স্বাদমত

তেল পরিমাণমত (ভাজার জন্য)।

প্রস্তুত প্রণালী:

মরিচ, হলুদ, লেবুর রস ও লবন দিয়ে মাছ মাখিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে গরম হলে কৈ মাছ ছেড়ে বাদামি বর্ণের করে ভেজে উঠিয়ে রাখুন।
এখন ঐ তেলে পেঁয়জে দিয়ে হালকা ভেঁজে মাছের উপরে ছিটিয়ে দিন। গরম ভাত অথবা পোলাও এর সাথে পরিবেশন করতে পারেন।

Leave a Reply