1
উপকরণঃ
– বাটারক্রিম (ভারী)
– রোজ প্যাটেল নজল (বাজারে কিনতে পাওয়া যায়)
– একটি কেক ডেকোরেটিং পিন
– ফুড সিজার
বাটারক্রিম তৈরির উপকরণঃ
– ২০০ গ্রাম বাটার(স্বাভাবিক তাপমাত্রার)
– ৪৫০ গ্রাম আইসিং সুগার বা মিহি দানার চিনি
– ২ টেবিল চামচ তরল দুধ
বাটারক্রিম তৈরির পদ্ধতিঃ
– একটি পাত্রে বাটার নিয়ে বিটার দিয়ে বিট করুন ২ থেকে ৩ মিনিট।
– এরপর এতে দিনআইসিং সুগার। বিট করুন ৫ মিনিট।
– সবশেষে যোগ করুন দুধ। এবং আরও ৩-৪ মিনিট বিট করে নিন। ব্যস, আপনার বাটারক্রিম তৈরি।
ফুল বানানোর পদ্ধতিঃ
– প্রথমে রোজ প্যাটেল নজল প্যাকেটে ফিট করে নিয়ে এতে বাটারক্রিম ভরে নিন।
– এবার কেক ডেকোরেটিং পিনের উপর একটি গোলাপ ফুলের মাঝের অংশ খুব সাবধানে তৈরি করে নিন।
– এরপর একে একে ফুলের পাপড়ি তৈরি করতে থাকুন।
– ফুল তৈরি হলে ফুড সিজারের মাধ্যমে ফুলটি পিন থেকে তুলে নিয়ে কেকে বসিয়ে দিন সাবধানে।