Home রেসিপি খুব সহজে তৈরি করুন বিফ চিলি অনিয়ন

খুব সহজে তৈরি করুন বিফ চিলি অনিয়ন

by shamim ahmed

চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে ফ্রাইড রাইস, চাওমিন ইত্যাদি খেতে গেলে সাথে একটু চটপটে ধরণের কিছু না হলে একেবারেই চলে না। আর চটপটে স্বাদের খাবার বলতে ঝাল ঝাল বিফ ধরণের আইটেম হলে কথাই নেই। সেকারণেই ‘বিফ চিলি অনিয়ন’ চাইনিজ রেস্টুরেন্টের অনেক জনপ্রিয় একটি আইটেম। আজকে শিখে নিন এই এই অসাধারণ সুস্বাদু খাবারটির খুবই সহজ রেসিপিটি।

উপকরণ:

– ২৫০ গ্রাম গরুর মাংস (পাতলা স্লাইস করে কাটা)
– ৫ টি রসুনের কোয়া
– ৪/৫ টি কাঁচা মরিচ
– ২ টেবিল চামচ সয়া সস
– দেড় টেবিল চামচ গোল মরিচ গুঁড়ো
– ১ চা চামচ চিনি
– ১ টি চিকেন স্টক কিউব (বাজারে কিনতে পাওয়া যায়)
– ২ টেবিল চামচ পেঁয়াজ বড় করে খণ্ড করা
– কর্ণফ্লাওয়ার পরিমাণ মতো
– ১ টি ডিম
* আপনি চাইলে এতে ক্যাপসিকাম কুচি এবং কাজু বাদাম যোগ করতে পারেন।

পদ্ধতি:

  • – ১ টেবিল চামচ সয়াসস, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ডিম ও কর্ণফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরুর মাংস মেরিনেট করে রাখুন ১০ মিনিট।
  • – ১ কাপ গরম পানিতে চিকেন স্টকের কিউব গুলে আলাদা করে রাখুন।
  • – এরপর একটি প্যানে তেল দিয়ে এতে দিন বাকি মশলাগুলো। মশলাতেই দিয়ে দিন মেরিনেটসহ বিফ। ভালো করে নেড়ে উলটে পাল্টে ভাজতে থাকুন। পেঁয়াজ কুচি দিয়ে দিন।
  • – মাংস ভাজা ভাজা হয়ে এলে এতে গুরে রাখা চিকেন স্টক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকুন।
  • – মাংস সেদ্ধ হয়ে এলে স্বাদ দেখে লবণ দিন। এরপর আরও ৫/৬ মিনিট চুলার উপরে রাখুন। মাংস সেদ্ধ হতে পানির প্রয়োজন হলে আরও পানি দিতে পারেন।
  • – মাংস ভালো সেদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘বিফ চিলি অনিয়ন’।

You may also like

Leave a Comment