খুব সহজ চাইনিজ স্পাইসি চিলি চিকেন রেসিপি

চাইনিজ খাবারের প্রতি আমাদের বরাবরই আগ্রহ একটু বেশি। যারা স্বাস্থ্যের প্রতি অনেক সচেতন এবং সহসা বাইরের খাবার খেতে চান না, তারাও চাইনিজ খাবার না খেয়ে থাকতে পারেন না। আপনি চাইলে ঘরে বসেই চাইনিজ খাবারের মজা নিতে পারবেন খুব সহজে। আজকে শিখে নিন মজাদার চাইনিজ আইটেম ‘স্পাইসি চিলি চিকেন’এর খুব সহজ রেসিপিটি।

চাইনিজ স্পাইসি চিলি চিকেন রেসিপি-

উপকরণঃ

– ১ কেজি হাড় ছাড়া মুরগীর মাংস ছোট করে টুকরো করে নেয়া
– ২ টেবিল চামচ তেল
– ২ টি পিষে নেয়া রসুনের কোয়া
– ১/৪ চা চামচ আদা বাটা
– ৪ চা চামচ লাল মরিচ কুচি (বিচি ফেলে দেয়া ও ঝাল বুঝে)
– ১/৪ কাপ আপেল জুস (আপেল ব্লেন্ড করে ছেঁকে নিয়ে জুস করে নিতে পারেন)
– ১ টেবিল চামচ চিনি (ব্রাউন সুগার হলে ভালো হয়)
– ২ টেবিল চামচ কেচাপ
– ২ টেবিল চামচ চিলি সস
– ১ টেবিল চামচ ভিনেগার
– আধা কাপ পানি
– ১/৩ কাপ সয়া সস

পদ্ধতিঃ

– একটি বড় প্যানে তেল দিয়ে তা গরম করে নিন। এতে মুরগীর মাংসের টুকরোগুলো দিয়ে দিন। মুরগীর টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে বাদামী হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আলাদা করে রাখুন।
– একই প্যানে আরও একটু তেল দিন। এতে বাকি সকল উপকরণ দিয়ে দিন এবং মাঝারি আঁচে রান্না করতে থাকুন।
– মসলা ফুটে উঠলে এতে মুরগীর ভেজে রাখা টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে নিন।
– অল্প আঁচে প্রায় ২০ মিনিট রান্না করুন। মসলা মুরগীর গায়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, হয়ে গেল খুব সহজেই চাইনিজ ‘স্পাইসি চিলি চিকেন’। এবার গরম গরম পরিবেশন করুন।

Leave a Reply