লেবুর উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। লেবুতে এমন কিছু গুন আছে যা আমাদের দৈনন্দিন রূপচর্চার কাজে আমরা ব্যবহার করতে পারি। এখন শীতকাল চলছে আর শীতে নারী পুরুষ উভয়ের চুলে খুশকির উপদ্রব দেখা দেয়। তাই আসুন জেনে নেই ঘরোয়া পদ্দতিতে কিভাবে খুশকি দূর করবেন।
* লেবুর রস খুশকি রোধে বেশ উপকারী। নারিকেল তেলে লেবুর রস মিশিয়ে মাথায় তালুতে লাগিয়ে কিছুক্ষণ রেখে শুধু পানি দিয়ে ধুয়ে ফেলে পরদিন শ্যাম্পু করুন।সপ্তাহে দুই বার করুন। খুশকি দূর হবেই।
* শ্যাম্পু করার পর এক মগ পানিতে একটি লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিলে খুশকি যেমন কম হবে, তেমনি চুল বেশ ঝকঝকে ও হালকা হবে।