চলুন দেখি অ্যাপল টিভির চমৎকার কিছু ফিচার

চলুন দেখি অ্যাপল টিভির চমৎকার কিছু ফিচার
চলুন দেখি অ্যাপল টিভির চমৎকার কিছু ফিচার

আজ আপনাদের সামনে চমৎকার একটি টেলিভিশন এর সাথে পরিচয় করিয়ে দিব। হ্যাঁ এটি হল অ্যাপল টিভি এই টেলিভিশন এ আছে বেশ কিছু উন্নত ধরনের প্রযুক্তি যেটা দেখলে আপনার চোখ ধাঁদিয়ে যাবে। তো চলুন বন্ধুরা দেখি অ্যাপল টিভির চমৎকার সব ফিচার গুলো

অ্যাপল টিভি

অ্যাপল টেলিভিশন এর চমৎকার সব ফিচার গুলো আপনাদের সামনে আলোচনা করব, অ্যাপল টিভি একটি ডিজিটাল মিডিয়া প্লেয়ার এবং একটি মাইক্রোকনসোল যেটা উদ্ভাবন এবং বাজারজাত করেছে অ্যাপল ইনকর্পোরেটেড এটি একটি ছোট নেটওয়ার্কের ইলেকট্রনিক ও এন্টারটেইনমেন্ট ডিভাইস যেটা রিসিভ করে ডিজিটাল তথ্য একটি নম্বরের উৎস থেকে যেটা আপনার বিনোদন দিতে সক্ষম আপনার টিভির পর্দায়। তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভি বাজারে আসে ২০১২ সালের ৭ ই মার্চ আগের থেকে আরো উচ্চ হাই রেজুলেশন এর পিকচার দিয়ে এটা তৈরি করা (১০৮০p) অ্যাপল টিভি একটি HDMI-সম্মত উৎস ডিভাইস যেটা সংযুক্ত একটি উন্নত-ডেফিনিশন বা উচ্চ ডেফিনিশনের একটি ওয়াইডস্ক্রিন টেলিভিশন। এই ডিভাইসে কোন সমন্বিত নিয়ন্ত্রণ নাই শুধুমাত্র বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায় শুধু মাত্র রিমোট দিয়ে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি চাইলে অ্যাপল অ্যাপস স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন যেটা আপনি আইফোন, আইপড টাচ এ ব্যাবহার করতে পারেন।

 

Leave a Reply