বেকারদের জন্য চাকরি খুঁজে দেবে মাইক্রো ব্লগি সাইট টুইটার। বিশেষজ্ঞরা জানিয়েছেন লিংকডইন এবং ফেসবুকের চেয়েও টুইটার ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে । সেই টুইটারে বাড়ছে চাকরি প্রার্থীদের সংখ্যাও।
পিউ রিসার্স সেন্টারের গবেষকরা জানিয়েছেন, টুইটারে নিত্যদিন অনেক ধরণের চাকরির বার্তা টুইট করা হচ্ছে। সংখ্যাটা লিংকডইন কিংবা ফেসবুকের চেয়েও বেশি। টুইটারের মাধ্যমে শতকরা ১৫ ভাগ চাকরীদাতা প্রতিষ্ঠান দক্ষকর্মী খুঁজে নিয়েছেন।
গবেষণকারী দল জানিয়েছেন চাকরি প্রার্থীরা টুইটারের মাধ্যমে হ্যাশট্যাগ যুক্ত চাকরি খোঁজেন। এছাড়া বিভিন্ন চাকরি দাতা প্রতিষ্ঠানের টুইট বার্তা অনুসরণ করেও চাকরির তথ্য মেলে।
কিন্তু হ্যাশট্যাগ দিয়ে জব সার্চের মাধ্যমে যে লিংকগুলো দেখায় তার সবগুলোতে কাঙ্খিত চাকরি মেলে না। অনেক প্রতিষ্ঠান বিপণন কৌশল হিসেবে হ্যাশট্যাগ যোগ করে নিয়োগ বার্তা টুইট করেন।