Home রেসিপি চিঁড়া-দইয়ের শরবত

চিঁড়া-দইয়ের শরবত

by shamim ahmed
সারা দিন রোজা রাখার পর চাই স্বাস্থ্যসম্মত ও মুখরোচক খাবার। এমনই কিছু ইফতারির রেসিপি দিয়েছেন দিলরুবা বেগম ফ্যান্সি।

উপকরণ :

  • ভেজানো চিঁড়া আধা কাপ
  • মিষ্টি দই আধা কাপ
  • আখের গুড় ২ টেবিল চামচ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • পানি ২ কাপ

যেভাবে তৈরি করবেন
লেবুর রস ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। লেবুর রস মিশিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

You may also like

Leave a Comment