কন্ডিশনারের কাজ হলো চুলকে নরম আর মসৃণ করা। শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার ব্যবহার করলে চুল নিয়ন্ত্রণ করা এবং পরিপাটি করে সাজানো সহজ হয়। লক্ষ্য করলে দেখবেন বাজারের সব শ্যাম্পুতে কিন্তু কন্ডিশনার নেই। আবার বিভিন্ন ধরনের কন্ডিশনার আলাদাও কিনতে পাওয়া যায়।
তবে এসব কন্ডিশনারের খারাপ দিক হলো এগুলো অনবরত ব্যবহারের ফলে চুল হয়ে ওঠে ভঙ্গুর। তাহলে কীভাবে নিজের চুলকে রাখবেন একই সাথে নরম, মসৃণ ও মজবুত? জেনে নিন একটি সহজ সমাধান।
আপনি ঘরেই তৈরি করে নিন আপনার চুলের উপযোগী কন্ডিশনার। এতে যেমন নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া, তেমনি নেই চুলের ক্ষতি হবার ভয়। শ্যাম্পু করার পর আধ লিটার পানিতে (সাধারণ গ্লাসের আড়াই গ্লাস) দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন।
এবার ভিনেগার মেশানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন, কন্ডিশনারের কাজ হয়ে যাবে। ঘরে ভিনেগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন এ কাজে।