টক দই আমরা শুধু খাবারেই ব্যবহার করে থাকি । কিন্তু এই টক দই চুলের পরিচর্যার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখে । টক দই চুলে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্রথমে তা ভালো করে ফেটে নিতে হবে ।টক দই এর কিছু ঘরোয়া টিপস –
- আধা কাপ টক দই নিয়ে তা ভালো করে ফেটে পেস্টের মতন করুন ।
- এর পর তা চুলে দিয়ে, চুল একটি টাওয়াল পেচিয়ে রাখুন ।
- ২০ মিনিট পর চুল ভালো ভাবে শ্যাম্পু করে ফেলুন ।
- এতে আপনার চুল হবে কোমল ও ঝলমলে ।
- এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন ।
আধা কাপ টক দই ভালো করে ফেটে নিন, এর সাথে ২ টেবিল চামচ আলমণ্ড / বাদাম তেল ও ২ টা ডিম দিয়ে ভালো ভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন । এটি চুলে প্রয়োগ করুন এবং ২০ মিনিট পর ভালো করে শ্যাম্পু করে ফেলুন । এটি আপনার রুক্ষ ও শুষ্ক চুলকে করবে আর্দ্র ও নমনীয় । এটি সপ্তাহে ১ বার ব্যবহার করতে পারেন ।