Home রূপচর্চা চুলের যত্নে টক দইের কিছু ঘরোয়া টিপস

চুলের যত্নে টক দইের কিছু ঘরোয়া টিপস

by shamim ahmed
চুলের যত্নে টক দইের কিছু ঘরোয়া টিপস
টক দই আমরা শুধু খাবারেই ব্যবহার করে থাকি । কিন্তু এই টক দই চুলের পরিচর্যার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখে । টক দই চুলে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্রথমে তা ভালো করে ফেটে নিতে হবে ।টক দই এর কিছু ঘরোয়া টিপস –

  • আধা কাপ টক দই নিয়ে তা ভালো করে ফেটে পেস্টের মতন করুন ।
  • এর পর তা চুলে দিয়ে, চুল একটি টাওয়াল পেচিয়ে রাখুন ।
  • ২০ মিনিট পর চুল ভালো ভাবে শ্যাম্পু করে ফেলুন ।
  • এতে আপনার চুল হবে কোমল ও ঝলমলে ।
  • এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন ।

আধা কাপ টক দই ভালো করে ফেটে নিন, এর সাথে ২ টেবিল চামচ আলমণ্ড / বাদাম তেল ও ২ টা ডিম দিয়ে ভালো ভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন । এটি চুলে প্রয়োগ করুন এবং ২০ মিনিট পর ভালো করে শ্যাম্পু করে ফেলুন । এটি আপনার রুক্ষ ও শুষ্ক চুলকে করবে আর্দ্র ও নমনীয় । এটি সপ্তাহে ১ বার ব্যবহার করতে পারেন ।

You may also like

Leave a Comment