Home রূপচর্চা চুলের যত্নে ডিমের প্রোটিন প্যাক

চুলের যত্নে ডিমের প্রোটিন প্যাক

by shamim ahmed

চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য একটি অবশ্যম্ভাবী উপাদান হচ্ছে প্রোটিন আর ডিম হল এই প্রোটিনের সবচেয়ে ভালো উৎস।আর তাই আপনাদের সুবিধার জন্যই আজ দেয়া হল ডিমের  একটি ঘরোয়া প্যাক বানানোর পদ্ধতি –

ডিমের প্রোটিন প্যাকঃ

যা লাগবে –

২টা ডিম,

১/২ কাপ অলিভ অয়েল,

১/২ কাপ মধু,

১/২কাপ টকদই,

২ টেবিল চামচ  ভিনেগার (এই পরিমাণটি লম্বা চুলের জন্য ,চুল ছোট হলে সেই অনুযায়ী উপাদানের অনুপাত কমিয়ে নিবেন)

যেভাবে বানাবেন –

উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিন। চুল আচঁরে জট ছাড়িয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে এই প্যাকটি লাগান। একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এই প্যাকটি সপ্তাহে একদিন করে ব্যবহার করুন। ফলাফল দেখে আপনি নিজেই চমকে যাবেন !!!
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনি ইতিমধ্যে লাইক দিয়ে থাকলে আমাদের পেজটি শেয়ার করতে পারেন

You may also like

Leave a Comment