চোখের পাপড়ি লম্বা ও ঘন করুন

আমরা সবাই নিজেকে সুন্দর দেখতে পছন্দ করি। কিসে নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তোলা যায়। সে বিষয়ে চলে নিরন্তর চেষ্টা। আর তাই চোখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে চোখের পাপড়ির অবদান বেশি। চোখে পাপড়ি কম থাকলে পুরো মুখটিই কেমন মায়াহীন লাগবে।

আবার লম্বা-ঘন পাপড়ি চোখকে করে তুলবে মায়াময় ও আকর্ষণীয়। কিন্তু চাইলেই একটি উপায়ে চোখের পাপড়িকে ঘন ও দীর্ঘ করতে পারবেন আপনি। এর জন্য কী করতে হবে জানতে চান? চলুন জেনে নেয়া যাক, লম্বা-ঘন পাপড়ি পেতে কী করবেন আপনি।

# প্রথমে একটি মাসকারার ব্রাশ নিন। ব্রাশটি পুরনো হলে ভালো হয়।

# এবার ব্রাশটি ভালো করে ধুয়ে মুছে হাতে কিছু পাউডার নিয়ে ব্রাশটির উপর পাউডারে ঘষে নিতে হবে। বাড়তি পাউডার ভালো মত ঝেড়ে ফেলে দিন।

# একটু পেট্রোলিয়াম জেলি হাতে নিয়ে এতে ব্রাশ বুলিয়ে চোখে যেভাবে মাশকারা লাগাতে হয় সেভাবে চোখের পাপড়িতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এভাবে সারারাত চোখের পাপড়িতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রেখে সকালে উঠে মুছে ফেলুন। তবে খেয়াল রাখতে হবে, যেন পেট্রোলিয়াম জেলিটি কোনো গন্ধযুক্ত না হয়।

এভাবে প্রতিদিন করতে পারলে চোখের পাপড়ি লম্বা, ঘন ও আরো সুন্দর হবে।

Leave a Reply