ছবি কে বের করে দিন ছবি থেকে!

 2

অনেক ছোট যখন ছিলাম তখন বিল বোর্ড এ কে২ সিগেরাট কোম্পানি এর বিজ্ঞাপন দেখতাম মডেল এর কিছু অংশ বিল বোর্ড এর বাইরে বের হয়ে আছে। দেখে খুব অবাক লাগত। তখন তো আর গ্রাফিক ডিজাইন কিছুই বুজতাম না শুধু  তাকিয়ে থাকতাম আর ভাবতাম কিভাবে হল এরকম। এখন ও যে এরকম ডিজাইন দেখা যায় না টা নয়।মিরপুর এর এদিক এ কি যেন একটা কোম্পানি এর বিজ্ঞাপন এক ই ভাবে কিছু অংশ বোর্ড এর বাইরে।তখন আমি গ্রাফিক ডিজাইন জানি। বুজলাম ও কিভাবে করেছে প্রিন্ট করে পরে কেটে ফেলে দিলে ই হয়। কিন্তু এরকম ডিজাইন যে ফটোশপ এ করা যায় এবং দেখতে ঠিক ওরকম ই লাগে একদম ই জানতাম না। ওদিন দেখলাম কিভাবে করে।অনেক ভাল লাগ্ল।নিজে নিজে করলাম একবার। নিজে করে নিজে ই মুগ্ধ হউয়ার মতো অবস্থা। আর করার আগে ভাবি নি এতো সহজ।মাত্র কয়েকটা স্টেপ। ফটোশপ আমি অনেকগুলি ফটো মানিপুলেশন এর প্রোজেক্ট করেছি এতো সহজ কোনটাই ছিল না।চিন্তা করলাম সব ভাল কাজ করা ই কঠিন কথা টা সব ক্ষেত্রে প্রযোজ্য না। চিন্তা করলাম ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলি। যেমন চিন্তা তেমন কাজ। টিউটোরিয়াল বানিয়া লিখতে বসে গেলাম। এইতো লিখা সেস।আমি পোস্ট করি টিউটোরিয়াল টা আশা করি ভাল লাগবে। ধন্যবাদ।

এখানে ক্লিক করে টিউটোরিয়াল টি দেখুন

Leave a Reply