Home রেসিপি ছুটির দিনে মাংস পুরে ঝাল পুলি

ছুটির দিনে মাংস পুরে ঝাল পুলি

by shamim ahmed

jhal-puli-2সপ্তাহের অন্যান্য দিনে যায় হোক, ছুটির দিনে চাই স্পেশাল কিছু। আত্মীয় সমাগমও এইদিনে একটু বেশি থাকে। তাই নিজেদের খাওয়ার সঙ্গে অতিথি আপ্যায়নটা জমাতে মজার স্বাদের ঝাল পুলি পিঠার তুলনা হয় না। ঝাল পুলিতে একদিকে পিঠার আবেস অন্য দিকে মাংসের স্বাদ। দুটো স্বাদের অসাধারণ সমন্বয় মন কেড়ে নেয় যে কারো। আজ শিখে নেয়া যাক মাংস পুরে ঝাল পুলির সহজ রেসিপি।

যা যা লাগবে

চালের গুঁড়া ৩ কাপ, পুরের জন্য হাড়ছাড়া মুরগির মাংস ২ কাপ, মরিচের গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কিউব করে কাটা ২ কাপ, কাঁচা মরিচ কুচি ৫ টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো, দারুচিনি ৩ টুকরো, এলাচ ৪ টা, পানি পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

যেভাবে করবেন

প্রথমে পুর তৈরি করার জন্য পিঁয়াজ তেলে ভেজে মাংসের কিমা ও সব মসলা দিয়ে ভূনা করে নিতে হবে। নামানোর আগে কর্ণফ্লাওয়ার ও গুঁড়া দুধ দিয়ে দিন। অপর একটি পাত্রে পানিতে লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে তাতে চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে হবে। খামি থেকে রুটি তৈরি করে মাংসের পুর দিয়ে পুলি পিঠার আকৃতি দিতে হবে। পিঠা বানানো হলে গরম তেলে ভেজে নিলেই হল ঝাল পুরি। এবার গরম গরম পরিবেশন করুন।

You may also like

Leave a Comment