Home লাইফস্টাইল টাইলস থেকে আঁচড়ের দাগ সহজে দূর করার ৩টি কার্যকরী পদ্ধতি

টাইলস থেকে আঁচড়ের দাগ সহজে দূর করার ৩টি কার্যকরী পদ্ধতি

by shamim ahmed

আপনার শখের বাড়িটিতে কোন ডিজাইনের টাইলস লাগাবেন সেটা পছন্দ করতে নিশ্চয়ই অনেক সময় ব্যায় করেছেন? এতো খুঁজে যে টাইলস লাগালেন সেই টাইলস এ যখন কোন কারণে স্ক্রাচ পরে তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়, তাই না? বাচ্চার খেলার জিনিষ থেকে শুরু করে পোষা প্রানির নখের আঁচর বা ফার্নিচার নাড়াচাড়া করার সময় টাইলসে দাগ লাগতেই পারে। তবে না, আর মন খারাপ করে থাকার প্রয়োজন নেই। কিছু উপায় আছে যা দিয়ে সহজেই এই দাগ তুলে ফেলা সম্ভব। আসুন জেনে নেই নিই পদ্ধতিগুলো।

পদ্ধতি ১-
উপকরণ:

· ভিনেগার ও পানি
· শিরিষ কাগজ
· পরিষ্কার কাপড়
· টুথপেস্ট

প্রয়োগ প্রণালী:
-ভিনেগার ও পানি দিয়ে ফ্লোর পরিষ্কার করে নিন।
-শুকানো পর্যন্ত অপেক্ষা করুন
-পরিষ্কার কাপড়ে টুথপেস্ট(জেল নয়)লাগিয়ে দাগের জায়গাটিতে ঘষুন কিছুক্ষণ
-শুকাতে দিন
-তারপর শিরিষ কাগজ দিয়ে ঘষতে থাকুন যতক্ষণ না দাগ চলে যায়।

পদ্ধতি ২-
উপকরণ:

· গরম পানি
· থালাবাসন মাজার তরল সাবান
· শুকনা ও নরম কাপড়
· টুথপেস্ট বা ভিনেগার বা ব্রাশ পরিষ্কারক
· ১টি বোল

প্রয়োগ প্রণালী:
-একটি বোলে গরম পানি নিয়ে তার মধ্যে ডিশ ওয়াশিং লিকুইড মেশান
-একটি স্পঞ্জ নিয়ে মিশ্রণটিতে চুবিয়ে টাইলস এর দাগের স্থানটিকে ভালোভাবে পরিষ্কার করুন
-তারপর একটি শুকনা ও নরম কাপড় দিয়ে মুছে ফেলুন
-ব্রাশ পলিশার বা টুথপেস্ট বা ভিনেগার একটি পরিষ্কার ও নরম কাপড়ে লাগিয়ে টাইলস এর দাগের উপর বৃত্তাকারে ঘষতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন দাগ সম্পূর্ণ গায়েব হয়ে গেছে।

পদ্ধতি ৩-
উপকরণ:

· নরম কাপড়
· পানি
· নন জেল টুথপেস্ট
· দাগ পরিষ্কারক
· টুথব্রাশ
· ছোট বোল

প্রয়োগ প্রণালী:
-দাগের জায়গাটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে
-একটি কাপড়ে নন জেল টুথপেস্ট লাগিয়ে স্ক্রেচের মধ্যে ঘষতে হবে যতক্ষণ না দাগ চলে যায়।
-একটি বোলের মধ্যে নন অ্যাব্রাসিভ ক্লিঞ্জার নিয়ে এর মধ্যে পানি মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে
-মিশ্রণটিতে নরম কাপড় চুবিয়ে নিয়ে দাগের জায়গাটিতে ঘষতে হবে
-তারপর একটি কাপড় দিয়ে জায়গাটি মুছে নিতে হবে
-কঠিন দাগের ক্ষেত্রে টুথপেস্ট বা পরিষ্কারক একটি টুথ ব্রাশে বা নাইলনের স্ক্রাব পেডে লাগিয়ে ঘষুন।
-তারপর আবার একটি কাপড় দিয়ে জায়গাটি মুছে নিতে হবে।

টাইলসে যাতে দাগ না পরে সেজন্য ভারি জিনিষ নড়াচড়া করানোর সময় সাবধানতা অবলম্নন করুন।

You may also like

Leave a Comment