Home রূপচর্চা ডার্ক সার্কেল কিছুতেই যাচ্ছে না? এইজেনে রাখুন দরকারি তথ্য

ডার্ক সার্কেল কিছুতেই যাচ্ছে না? এইজেনে রাখুন দরকারি তথ্য

by shamim ahmed

সকালে ঘুম ভেঙ্গে উঠেই আয়নায় দেখলেন চোখের কোলজুড়ে জমে আছে কালিমা। মা বলছেন আপনাকে ক্লান্ত লাগছে, অফিসের সবাই জিজ্ঞেস করছে এতো অসুস্থ লাগছে কেন। আসলে আপনি মোটেই অসুস্থ নন, এতোটা ক্লান্তও নন। তারপরেও কেন এই ডার্ক সার্কেল?

অনেক সময়েই দেখা যায়, সাত ঘণ্টা বা তার বেশি ঘুমানো, দিনের বেলায় ফুরফুরে থাকা সত্ত্বেও চোখের নিচে ডার্ক সার্কেল দেখা যেতে পারে। অসহ্য এই ডার্ক সার্কেল অনেকেরই দুশ্চিন্তার কারণ। জানুন এই সমস্যার কিছু খুঁটিনাটি। এতে ডার্ক সার্কেল দূর করতে আপনার আরও সুবিধা হবে।

১) নীলচে ডার্ক সার্কেল আর বাদামি ডার্ক সার্কেল আলাদা

চোখের নিচের ত্বক খুবই স্পর্শকাতর এবং পাতলা হয়। ফলে এখানে যে কোনো পরিবর্তন বেশি দৃশ্যমান হয়। নীলচে ধরণের ডার্ক সার্কেল হলো সেগুলো, ঘুম থেকে ওঠার পর যেগুলো দেখা যায়। চোখের নিচে অক্সিজেনেটেড রক্ত জমে থাকার কারণে এর সৃষ্টি। বেশিক্ষণ ঘুমালে এটা বেশি হয়।

অন্য দিকে বাদামি ধরণের ডার্ক সার্কেল ত্বকের রঙের সাথে বেশি সম্পর্কিত। জেনেটিক কারণে, চোখ বেশি কচলানো বা রোদের ক্ষতিতে বাদামি রঙের ডার্ক সার্কেল বেশি পড়ে।

২) খাদ্যভ্যাস, অ্যালার্জি এবং বয়সের প্রভাব

ঘুম না হলে চোখের নিচের রক্তনালিকায় পরিবর্তন আসে ফলে এটা ডার্ক সার্কেলের একটা কারণ। কিন্তু এটাই একমাত্র কারণ নয়। অনেক সময়ে খাদ্যাভ্যাসের প্রভাব পড়ে এর ওপরে। রঙিন ফলমূল এবং শাকসবজি সমৃদ্ধ খাদ্যভ্যাস ডার্ক সার্কেল দূর করতে সক্ষম হতে পারে।

বয়সের সাথে সাথে আমাদের ত্বক নমনীয়তা হারায়। এ কারণে ডার্ক সার্কেল বয়সের সাথে বাড়তে পারে, Real Simple কে বলেন মাউন্ট সিনাই মিডিক্যাল সেন্টারের কসমেটিক অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চের ডাইরেক্টর জশুয়া জিকনার। এর পাশাপাশি অ্যালার্জির কারণে চোখ চুলকাতে থাকলে সেটাও ডার্ক সার্কেলের পরিস্থিতি খারাপ করতে পারে।

৩) মেকআপ রিমুভার

আপনি যদি প্রতি রাতে বাসায় ফিরে রিমুভার দিয়ে ঘষে ঘষে মেকআপ তুলে থাকেন চোখের নিচ থেকে, তবে এখন তা বন্ধ করার সময় হয়েছে। চোখের নিচের রক্তনালিকায় ক্ষতি হতে পারে এর ফলে। অয়েল বেসড মেকআপ রিমুভার ব্যবহার করতে পারেন, এতে আপনার মাসকারা, আইলাইনার এবং কনসিলার গলে খুব সহজেই উঠে আসবে, বেশি ঘষতে হবে না। চোখের আশেপাশের ত্বকেরও ক্ষতি হবে না।

৪) ক্রিম ব্যবহার করতে পারেন

ডার্ক সার্কেল দূর করার কথা বলে এমন অনেক পণ্য আছে বাজারে। এগুলোর কিছুতে আছে ভিটামিন সি যা ত্বকের রঙ উজ্জ্বল করে। কিছু কিছুতে আছে ক্যাফেইন, কোনোটায় আছে কোলাজেন তৈরি করতে সক্ষম রাসায়নিক। রেটিনয়িক এসিড ক্রিমও আপনার উপকারে আসতে পারে। আর সানস্ক্রিনের কথা একেবারেই ভুলে যাবেন না। চোখের নিচের নাজুক ত্বকে রোদের ক্ষতি বেশি হয়। ফলে এর বেশি নিরাপত্তা জরুরী।

৫) কোনো কিছুতে লাভ না হলে আছে কনসিলার

Allure কে মেকআপ আর্টিস্ট লরা মার্সিয়ের বলেন, ডার্ক সার্কেল ঢাকতে ব্যবহার করা উচিৎ ক্রিমি সলিড কনসিলার। এটা তরলের চাইতে বেশি কাভারেজ দেয় এবং অনেকটা সময় স্থায়ী হয়।

You may also like

Leave a Comment