1
মাইক্রন এবং ইন্টেল জানিয়েছে, 3D NAND প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চুইংগাম সাইজের একটি এসএসডি’ মধ্যে ৩.৫ টেরাবাইট পর্যন্ত ধারণক্ষমতা যুক্ত করা সম্ভব। আর এই প্রযুক্তি ব্যবহার করে মাত্র ২.৫ ইঞ্চি সাইজের ড্রাইভে ১০ টেরাবাইট যুক্ত করা সম্ভব।
প্রথম যখন এসএসডি’র উদ্ভাবন ঘটে, তখন আকারে ছোট এবং হালকা হওয়ায় এটি বেশ জনপ্রিয়তা পায়। কিন্তু দামের দিক থেকে সাধারণ হার্ডডিস্কের তুলনায় অনেক বেশি হওয়ায় সাধারণ ব্যবহারকারী পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লাগে। তবে বর্তমানে ধীরে ধীরে প্রচলিত স্টোরেজ ডিভাইসের জায়গায় দখল করে নিতে শুরু করেছে এটি। আর তাই এর দামও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।