Home প্রযুক্তি তোশিবা এবং ইন্টেল ১০ টেরাবাইট এসএসডি তৈরি করবে

তোশিবা এবং ইন্টেল ১০ টেরাবাইট এসএসডি তৈরি করবে

by shamim ahmed
১০ টেরাবাইট ধারণ ক্ষমতার সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি তৈরি করার পৃথক ঘোষণা দিয়ে তোশিবা এবং ইন্টেল। তবে ইন্টেলের সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকবে মাইক্রন। আগামী বছর নাগাদ এটি বাজারে ছাড়ার আশাবাদ ব্যক্তি করেছে দুটি প্রতিষ্ঠানই।

মাইক্রন এবং ইন্টেল জানিয়েছে, 3D NAND প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চুইংগাম সাইজের একটি এসএসডি’ মধ্যে ৩.৫ টেরাবাইট পর্যন্ত ধারণক্ষমতা যুক্ত করা সম্ভব। আর এই প্রযুক্তি ব্যবহার করে মাত্র ২.৫ ইঞ্চি সাইজের ড্রাইভে ১০ টেরাবাইট যুক্ত করা সম্ভব।

প্রথম যখন এসএসডি’র উদ্ভাবন ঘটে, তখন আকারে ছোট এবং হালকা হওয়ায় এটি বেশ জনপ্রিয়তা পায়। কিন্তু দামের দিক থেকে সাধারণ হার্ডডিস্কের তুলনায় অনেক বেশি হওয়ায় সাধারণ ব্যবহারকারী পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লাগে। তবে বর্তমানে ধীরে ধীরে প্রচলিত স্টোরেজ ডিভাইসের জায়গায় দখল করে নিতে শুরু করেছে এটি। আর তাই এর দামও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

You may also like

Leave a Comment