Home রূপচর্চা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রাকৃতিক উপায়ে ঘরেই করুন ব্লিচ

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রাকৃতিক উপায়ে ঘরেই করুন ব্লিচ

by shamim ahmed

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ত্বক ব্লিচ করার ব্যাপারে অনেকেই জানেন। বিশেষ করে বড় কোনো অনুষ্ঠান বা উৎসবের আগে ব্লিচ করিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে নেন অনেকেই। ব্লিচ করতে পার্লারের জন্য অপেক্ষা করতে হবে না একেবারেই। ঘরে বসে খুবই সহজ উপায়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ব্লিচ করে নিতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ত্বকের উপরের মরা কোষ দূর করতে পারবেন সহজেই। চলুন তাহলে ঘরে বসে ব্লিচ করে নেয়ার সহজ পদ্ধতিটি শিখে নেয়া যাক।

যা যা লাগবেঃ
– ১ টেবিল চামচ লেবুর রস
– ১ টেবিল চামচ দুধ
– ১ টেবিল চামচ মধু
– ১ চিমটি হলুদ গুঁড়ো/ বাটা

পদ্ধতি ও ব্যবহারবিধিঃ
– প্রথমে দুধ ও মধু ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে তাজা লেবুর রস ভালো করে মেশান।
– তারপর হলুদ বাটা/ গুঁড়ো দিয়ে মিশিয়ে মাস্কের মতো তৈরি করে নিন । কিছুটা পেস্টের মতো মিশ্রন তৈরি হবে।
– এবার এটি পুরো মুখে লাগিয়ে গোল গোল করে পুরো মুখে ম্যাসেজ করে লাগিয়ে নিন।
– ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে আলতো ঘষে ঘষে তুলে ফেলুন।
– মুখ ধুয়ে ভালো করে মুছে নিন। ৬/৭ ঘণ্টা কোনো প্রসাধনী ব্যবহার করবেন না ত্বকে।

সতর্কতাঃ
– লেবুতে অ্যালার্জি হয় ত্বকে যাদের তারা এই পদ্ধতিটি ব্যবহার করবেন না
– দিনের বেলা ব্লিচ করে সরাসরি সূর্যের আলোতে বেরুবেন না, প্রয়োজনে রাতে ব্লিচ করুন।

You may also like

Leave a Comment