ত্বকের চটচটে ভাব কমানোর পদ্ধতি
আমাদের মধ্যে অনেকের ত্বক চটচটে হবার জন্য সৌন্দর্য্য বিঘ্নিত হয়ে যায়৷ ত্বকের এই চটচটে ভাব কমানোর ব্যাপারে বিশেষ কার্যকরী হল শশা, কাঁকুড় ও টমেটো৷ এবার এগুলিকে একসাথে নিন ও ভালো করে পিষে নিন৷ এই মিশ্রনটিকে ত্বকের
ত্বককে সংক্রমন থেকে রক্ষা করুন
মুখের উপরে বা ত্বকের অন্যান্য স্থানে যদি কোন প্রকারের সংক্রমন হয়, তাহলে আপনি খুব সহজ উপায়েই এই সমস্যার সমাধান করতে পাড়েন৷ ত্বকের যে স্থানে সংক্রমন হয়েছে সেই স্থানে দুধের সরের সাথে কিছুটা পরিমানে হলুদ মিশিয়ে সেই সংক্রমিত স্থানে লাগান৷ কিছু দিনের মধ্যে ক্ষত স্থান ঠিক হয়ে যাবে৷
ত্বককে মুলায়ম করে তুলুন
আপনার ত্বক যদি খসখসে ধরনের হয়ে থাকে তাহলে আপনাকে অনেক সমস্যার সম্মূখীন হতে হয়৷ তাই ত্বকের এই অবস্থা দূর করবার সেদ্ধ আপেলের সাথে গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিয়ে মুখের উপরে প্রলেপ লাগিয়ে নিন৷ কিছুক্ষন পর ঠান্ডা জল দিয়ে মুখটিকে ধুয়ে নেবেন৷
ত্বকের মৃত অংশ দূর করুন
আপনাদের অনেকের ত্বকের উপরের অংশের কোষগুলি শুকিয়ে যায়৷ যার ফলে ত্বকের সজীবতা অনেকাংশেই কমে যায়৷ এই সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব৷ প্রথমে দুধের সাথে কিছুটা পরিমানে নুন মিশিয়ে নিন৷ তারপর এই মিশ্রনটিকে ত্বকের উপরে মালিশ করতে থাকুন৷ এই মালিশ হয়ে যাবার পর আলুর টুকড়োগুলি দিয়ে মালিশ করতে থাকুন৷
সহজ উপায়ে ব্রন কমান
অনেকে প্রকৃত সুন্দরী হলেও ব্রনর সমস্যার জন্যে তাদের রূপ প্রকাশিত হতে পারেনা৷ ব্রন সমস্যাকে খুব সহজ ঘরোয়া উপায়ে মেটানো সম্ভব৷ এর জন্যে পরিস্কার আটার সাথে কিছুটা পরিমান মধু, পাতিলেবুর রস এবং বাদাম বাটা মিশিয়ে নিন৷ এবার এই মিশ্রনটিকে প্রতিদিন মুখের প্রলেপের মতন করে লাগাতে থাকুন৷ কয়েক সপ্তাহ ধরে এই নিয়ম মেনে চললে আপনার ব্রন সমস্যা একেবারে কমে যাবে৷