আন্ডার আর্ম বা বগলের নিচের কালো দাগ নিয়ে চিন্তার শেষ নেই। অনেক কারণে হতে পারে এই দাগ। সাধারণত রেজর, হেয়ার রিমুভার ক্রিম আর স্প্রে ব্যবহার করার ফলে এতে কালো দাগের সৃষ্টি হয়। এছাড়া হরমোনের সমস্যা, অতিরিক্ত ঘামের কারণেও বগলের নিচে কালো দাগ পড়তে পারে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে নানা ক্রিম, লোশন ব্যবহার করে থাকেন। এতে কালো দাগ দূর হলেও পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যার সামাধান ঘরোয়া ভাবেও করা সম্ভব। আসুন জেনে নিই ঘরোয়া ভাবে আন্ডার আর্মস বা বগলের নিচের কালো দাগ দূর করার দারুণ একটি উপায়।
যা যা লাগবে
৩/৪ টেবিল চামচ বেসন
১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়ো
২ টেবিল চামচ টক দই
১/২ – ১ টেবিল চামচ নারকেল তেল
১/২ বা ১ টি লেবুর রস
যেভাবে তৈরি করবেন
একটি পাত্রে টক দই, বেসন, নারকেল তেল, হলুদ গুঁড়ো, ও লেবুর রস ভালো ভাবে মিশিয়ে নিন।
এই মিশ্রণটি বগলের কালো দাগের ওপর লাগান।
১০ মিনিট অপেক্ষা করুন।
শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে আপনার আন্ডার আর্মস বা বগলের নিচের কালো দাগ একদম দূর হয়ে যাবে।
যেভাবে কাজ করে
হলুদ গুঁড়ো ত্বকের কালো দাগ, ব্যাক হেডস, দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। লেবুর রসে রয়েছে ব্লিচিং উপাদান যা ত্বকের কালো দাগ দূর করে। বেসন ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। নারকেল তেল ত্বককে ময়েসচারাইজ করে নরম ও কোমল করে তোলে।