হয়তো বা কেউ মনে করে আমি একজন ভাল ফটো গ্রাফার বা গ্রাফিক্স ডিজাইনার হওয়ার স্বপ্ন নিয়ে বর্তমানে সময়ে প্রযুক্তি জগতে চলা ফেরা। তাই আমি তেমনি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা। তো বন্ধুরা আপনারা সকলে নিচের ছবিকে সকলে কাছে আকর্শীয় করে তুলতে চান। কিন্তু আপনারা সেটা করতে পাবেন। তো ভাবার কোন কারণ নাই। এখন থেকে আপনারা খুবই সহজে কাজ করতে পারবেন। তো নিচ থেকে দেখুন তাহলে।
Gilisoft video editor 7.0.0 এই সফটওয়্যারটি মাত্র ১২.০০ এমবি। আপনারা সহজে এই সফটওয়্যারটি ডাউনলোট করতে পারবেন।
কিভাবে আপনারা সফটওয়ার টি ডাউনলোড করবেন।
বন্ধুরা আপনাদের যাতে সফটওয়্যারটি ডাউনলোড করতে পাবেন। সেই জন্য সফটওয়্যারটি মিডিয়া ফা্য়ার সংযুক্ত করে আপনাদের সাথে শেয়ার করছি।
এবার আপনারা এই মিডিয়া ফায়ার ফাইলটি নিচ থেকে ডাউনলোড করে নিন।
উপর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করার পরে সাধারন নিয়মে ইন্সষ্টল করে নিন। তার পরে ফাইল সেটাপ করার সময় আপনারা সিরিযাল কি এবং ইমেইল দেখতে পাবেন। হুবাহু সেটা কপি করবেন। কপি করার পরে নিধার্রিত স্থানে ইমেইল ও সিরিয়াল কি বসালে কাজ শেষ।
এইবার আপনাদের জন্য সেই ভাবে বলার কিছু নাই। আপনারা কয়েবার চেষ্টা বা দেখার পরে কাজটি সুন্দরভাবে করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। যদি কোন কিছু বুছতে অসুবিধা হয় তাহলে নিচের কমেন্ট এর মাধ্যমে যানাতে পারেন। আমি যথা সাধ্য সহযোগিতা হাত বাড়িয়ে দিব।
তো বন্ধুরা আজ এই পর্যন্ত।