দারুন কিছু ফটো এডিটিং সফটওয়্যার

দারুন কিছু ফটো এডিটিং সফটওয়্যার
দারুন কিছু ফটো এডিটিং সফটওয়্যার

 

আজ আমরা আপনাদের সামনে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। ফটো এডিটিং ক্রিয়েটিভ একটি কাজ এটার মাধ্যমে আপনি নিজের সৃষ্টিশীলতা সবার কাছে তুলে ধরতে পারেন। তাই আমরা আজ এই ফটো এডিটিং এবং দারুন কিছু ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি।

 অ্যাডোবি ফটোশপ

প্রথমে আমরা যে ফটো এডিটিং সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব সেটি হল অ্যাডোবি ফটোশপ। ফটো এডিটিং জগতে কাজ করে তারা অ্যাডোবি ফটোশপ এর কথা শুনেনি এমন মানুষ খুব কমই আছে। অ্যাডোবি ফটোশপ প্রায় সব অপারেটিং সিস্টেমেই কাজ করা যায়। ১৯৮৮ সালে টমাস এবং জন নোল এই জনপ্রিয় সফটওয়্যারটি তৈরি করেন। অনেক গুরুত্ব পূর্ণ ফিচার দিয়ে সফটওয়্যারটি তৈরি করা যেমন এর ভিতর আছে ২৫ ধরনের ভাষা যা আপনি আপনার ইচ্ছা মত কাজ করতে পারবেন। আশা করি সকলের কাছে খুব ভালো লাগবে সফটওয়্যারটি

Pixlr ফটো এডিটিং সফটওয়্যার

এখন যে ফটো এডিটিং সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেটি হল Pixlr ফটো এডিটিং সফটওয়্যার। চমৎকার সব টুলস নিয়ে সফটওয়্যারটি তৈরি করা। এই সফটওয়্যারটি আপনি আপনার কম্পিউটার,স্মার্ট ফোন, ট্যাব নানা ধরনের ডিভাইসে রাখতে পারেন এবং খুব অল্প সময়ে আপনি আপনার কাজটি সেরে নিতে পারেন ফটো এডিটিং এর কাজ করার জন্য। Pixlr প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে সুইডেনে Ola Sevandersson নামক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দ্বারা

অ্যাপারচার ফটো এডিটিং সফটওয়্যার

বন্ধুরা এখন যে ফটো এডিটিং সফটওয়্যার টা নিয়ে আলোচনা করব সেটি হল অ্যাপারচার ফটো এডিটিং সফটওয়্যার। এটি একটি অনেক জনপ্রিয় ফটো এডিটিং সফটওয়্যার এই সফটওয়্যারটি ডেভলপ করেছে অ্যাপল ইনকর্পোরেটেড কোম্পানি ওএস এক্স এর জন্য যেটা প্রথম মুক্তি পায় ২০০৫ সালে। বর্তমানে আপনি এটা ম্যাক অ্যাপ স্টোর এ পাবেন দারুন সব ফিচার দিয়ে সফটওয়্যারটি তৈরি করা

GIMP ফটো এডিটিং সফটওয়্যার

ফটো এডিটিং করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আমরা বাজারে দেখি এর ভিতর GIMP ( গনুহ ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম ) ফটো এডিটিং সফটওয়্যার অন্যতম। নানা ধরনের ফিচার দিয়ে এই সফটওয়্যারটি তৈরি করা যেটি আপনি আপনার লিনাক্স / উইন্ডোজ / ম্যাক এ ব্যাবহার করতে পারবেন। ১৯৯৫ সালে একটি স্কুলের প্রোজেক্ট এর জন্য দুই বিশ্ববিদ্যালয় এর বন্ধু মিলে তৈরি করেছিল। এই সফটওয়্যারটি জিআইএমপি ডেভলপারগন ডেভলপ করেন

তো বন্ধুরা আশা করি আপনাদের সামনে ফটো এডিটিং সফটওয়্যার এর জন্য কিছুটা তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারব সকলে ভালো থাকবেন

Leave a Reply