দিপীকা পাডুকোনের মত হেয়ার স্টাইল নিজেই করে ফেলুন!

নভেম্বর, ডিসেম্বর মাস মানেই হল বিয়ের মৌসুম। ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে নয়তো কোন বান্ধবীর বিয়ে। বিয়ের দাওয়াত লেগেই থাকে। আর প্রতিটি অনুষ্ঠানে চাই ভিন্ন ভিন্ন হেয়ার স্টাইল। কিন্তু সবসময় কি পার্লারের যেয়ে চুল বাঁধা সম্ভব? একে তো টাকা খরচ। তার উপর সবসময় পার্লারে চুল বাঁধাটা মনমত হয় না। তারচেয়ে ঘরে করে ফেলুন বলিউড নায়িকা দিপীকা পাডুকোনের মত হেয়ার স্ট্যাইল! ভাবছেন এটা কিভাবে সম্ভব? সম্ভব, খুব সহজে ৫ মিনিটে করে ফেলুন দিপীকা পাডুকোনের মত হেয়ার স্ট্যাইল। এটি যেকোন পার্টিতে করতে পারেন আপনি।

যেভাবে করবেন

১। প্রথমে মাঝখানে সিঁথি করে চুল দু’ভাগ করে নিন।

২। এবার এক পাশের চুল থেকে সামনের কিছু চুল আলাদা করে ক্লিপ লাগিয়ে রাখুন।

৩। ঠিক একইভাবে আরেক পাশের চুলের সামনের কিছু চুল আলাদা করে ক্লিপ দিয়ে লাগিয়ে রাখুন।

৪। এবার পিছনের চুলগুলোর ওপরের অংশ হালকা পাফ করে পনিটেল বাঁধুন।

৫। তারপর ক্লিপ দিয়ে লাগিয়ে রাখা একপাশের চুল চিরুনি দিয়ে পাফ করুন।

৬। পাফ করা হলে চুলগুলো পেঁচিয়ে মাথার পিছনে এনে ক্লিপ দিয়েই লাগান।

৭। ঠিক একইভাবে আরেক পাশের চুল পাফ করে পেঁচিয়ে মাথার পিছনে এনে ক্লিপ দিয়ে লাগান।

৮। এবার খুব সাবধানে পনিটেলের হেয়ার ব্রেন্ড এবং দু পাশের চুলের ক্লিপ খুলে ফেলুন।

৯। সবগুলো চুল নিয়ে একটি পনিটেল করুন।

১০। পনিটেলের নিচের অংশটুকু আরেকটি রাবার ব্র্যান্ড দিয়ে বাধুন।

১১। এবার নিচের রাবার ব্র্যান্ডের অংশটুকু পেঁচিয়ে একটি ভাঁজ করুন। তারপর আরেকটি ভাঁজ করে নিন।

১২। ভাঁজের বাইরের চুলগুলো ছড়িয়ে গোল করে নিন।

১৩। এবার চুলগুলোর ভিতরের দিকে ববিপিনস দিয়ে লাগান। এমনভাবে লাগাবেন যেন চুল খুলে না যায়।

১৪। ব্যস হয়ে গেল দিপীকা পাডুকোনের মত হেয়ার স্ট্যাইল।

Leave a Reply