Home টিপস-এন্ড-ট্রিকস দূর হোক গরমের ক্লান্তি-বিরক্তি

দূর হোক গরমের ক্লান্তি-বিরক্তি

by shamim ahmed

গরম চলে এসেছে, এতো সবাই বিশেষ করে যারা বাইরে যাচ্ছি, রাস্তায় পাবলিক বাসের জন্য অপেক্ষা করছি, তাদের কাছে গরমের এই সময়টা বেশ বিরক্তির। সেই সঙ্গে সারাদিন শেষে দেহ-ত্বকেও ভর করে ক্লান্তি। কীভাবে আমাদের ত্বকের মুক্তি মিলবে এই ক্লান্তি-বিরক্তি থেকে, আজ তাই জেনে নিন।

খুব সহজ একটি মাক্স দিয়েই আমরা সেরে নিতে পারি গরমের রূপচর্চা। আর পেতে পারি ধুলো ময়লা, রোদে পোড়াভাব দূর করে কাঙ্ক্ষিত সুন্দর ত্বক।

গরম

যা লাগবে:

সাবুদানা-১চা চামচ
লেবুর রস-৩চা চামচ
চিনি-১চা চামচ
মুলতানি মাটি-১চা চামচ

যেভাবে করবেন:

প্রথমে সাবুদানা ও লেবুর রস একটি পাত্রে নিয়ে চুলায় অল্প আঁচে কিছুক্ষণ রেখে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

এবার বাকী উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।

এই মাক্স চোখের অংশ বাদ দিয়ে ত্বকে স্ক্র্যাব হিসেবে নিচ থেকে ওপরের দিয়ে ঘুরিয়ে হালকা ঘষে ঘষে মাখুন। এটি ১০ থেকে ১৫ মিনিট ত্বকে রাখুন।

হালকা গরম পানিতে পরিষ্কার তোয়ালে ভিজিয়ে ত্বক থেকে মাক্স তুলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে সবশেষে ময়েশ্চারাইজার মেখে নিন।

বন্ধুরা যে কোনো ধরনের ত্বকেই এই মাক্স ব্যবহার করা যায়। এটি সপ্তাহে মাত্র দুই দিন ব্যবহারে আপনার ত্বক হবে সতেজ, স্নিগ্ধ, কোমল-লাবন্যময়, দাগহীন আর এই গরমেও উজ্জ্বল।

You may also like

Leave a Comment