নতুন আইওএস ৮.২ নতুন আপডেট

টেক জায়ান্ট অ্যাপল তাদের আইফোন ও আইপ্যাডের জন্য আওএস অপারেটিং সিস্টেমের নতুন একটি আপডেট এনেছে। অপারেটিং সিস্টেমের এবারের সংস্করণটির নাম দেওয়া হয়েছে আইওএস ৮.২।

অধিক পরিমাণে ডাটা নিয়ে কাজ করার সময় আগের অপারেটিং সিস্টেমের চেয়ে অনেক বেশি স্থির থাকবে আইওএস’র এই নতুন সংস্করণ। আইম্যাপ ও আইটিউনসহ বেশ কিছু অ্যাপ আপডেট হয়েছে। ক্যালেন্ডারকে জিএমটি করা হয়েছে এবং টেক্সট সেন্ড করার সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সংস্করণটিতে হেলথ অ্যাপলিকেশনটি দেয়া হয়েছে। অ্যাপটি এখন ব্যবহারকারীর শরীরের তাপমাত্রা, ওজন, উচ্চতা, ডায়াবেটিকস মাপতে পারবে। পাশাপাশি ভিটামিন ও মিনারেলের প্রয়োজনীয়তা বলে দেবে ব্যবহারকারীকে।

অ্যাপলের সদ্য উন্মোচন করা স্মার্টওয়াচের সঙ্গে আইফোনের যোগাযোগের জন্য অবশ্যই আইওএস ৮.২ লাগবে। কেননা সংস্করণটিতে আইওয়াচের জন্য আলাদা অ্যাপ রয়েছে।

Leave a Reply