নতুন দুটি ফিচার নিয়ে আসছে উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০ এর প্রিভিউ ভার্সন ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন দুটি ফিচার যুক্ত হচ্ছে এই ভার্সনে। অপারেটিং সিস্টেমে ওয়াইফাই এবং টাস্ক ভিউ যুক্ত করা হচ্ছে। ইতোমধ্যে এটির প্রিভিউ প্রকাশ করেছে মাইক্রোসফট করপোরেশন।

নতুন দুটি ফিচার নিয়ে আসছে উইন্ডোজ ১০
নতুন দুটি ফিচার নিয়ে আসছে উইন্ডোজ ১০

 

এটির জন্য নতুনভাবে ওয়াইফাই সিলেকশন উইন্ডো খোলা হয়েছে। যাতে করে খুব সহজেই ওয়াই-ফাই সিগন্যাল সনাক্ত করে কানেকশন পাওয়া যাবে। যদিও আগের ভার্সনেও ওয়াই-ফাই ট্যাব রাখা হয়েছিল। কিন্তু সেটি খুব একটা সহজতর প্রক্রিয়া ছিল না। তাই ব্যবহাকারীদের সুবিধার্থে ওয়াই-ফাই সিগন্যাল ট্যাব মডিফাই করলো মাইক্রোসফট।

অন্যদিকে উইন্ডোজ ১০ এ টাস্ক ভিউকে নতুন আদল দেয়া হয়েছে। যেটি রাখা হয়েছে স্ক্রিনের একদম নিচের ডান কোণায়। এটির সাহায্যে নতুন ট্যাব খোলা, নতুন উইন্ডো কিংবা ডেস্কটপ আইকন দেখা যাবে। যার ফলে দ্রুতই একটা টাস্ক থেকে অন্য টাস্কে যাওয়া যাবে।

Leave a Reply