7

নিলামে ওঠতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে দামী হীরা পিনঙ্ক ষ্টার। ৫৯ দশমিক ৬ ক্যারটের এ হীরাটির মুল্য ধরা হয়েছে ৬ কোটি ডলার। আগামী ১৩ই নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় হীরাটিকে নিলামে তুলতে যা্চছ নিলামকারী প্রতিষ্ঠান সথবি।
বর্তমানে নিউইয়কে সথবির শোরুমে হালকা বেগুনি আভা ও গোলাপি রংয়ের এই দামী হীরাটি প্রর্দশনী চলছে।বিভিন্ন শেডের হীরার মধ্যে পিনঙ্ক ষ্টার সবচেয়ে বড়। আলোর প্রতিফলন ও রাসায়নিক গঠনে তৈরী সবচেয়ে বিশুদ্ধ এ হীরা অত্যন্ত দূর্লভ বলে জানান সথবির ইউরোপ ও মধ্যপ্রাচ্য জোনের চেয়ারম্যান ডেভিড বেনেট।সথবির তথ্য অনুয়ায়ী ১৯৯৯ সালে দক্ষিন আফ্রিকার একটি খনি থেকে পিনঙ্ক ষ্টার তুলে আনার পর কাটা ও পলিশ বিহীন মূল এ হীরাটি ছিল ১৩২ দশমিক ৫ ক্যারেট। কেটে পলিশ করার পর এটি ৫৯ দশমিক ৬ ক্যারেটের আর্কষনীয় হীরকে পরিণত হয়।