বর্তমান সময়ে জনপ্রিয় নাম ভাইবার ইতি মধ্যে আমারা যারা স্মার্ট ফোন ব্যবহার করছি তারা কম বেশি সবাই এই ভাইবার নামক অ্যাপটি নিজ নিজ মোবাইলে ডাউনলোড করে বন্ধুদের সঙ্গে ফ্রী কল , ম্যাসেজ , ভিডিও কল , গ্রুপ চ্যাট ইত্যাদি করছি কিন্তু ইতি মধ্যে ভাইবার আপনাকে দিছে পিসিতে ব্যবহার করার সুবিদা আপনি চাইলে আপনার মোবাইল এর সঙ্গে সঙ্গে আপনার পিসিতেও ব্যবহার করতে পারবেন এই জনপ্রিয় অ্যাপটি ।
তাছাড়া যেসকল বন্ধুদের স্মার্ট ফোন নেই তাদের জন্য একটি টিপস থাকছে তারা কিভাবে ভাইবার পিসি তে ব্যবহার করবে স্মার্ট ফোন ছাড়াই । ভাইবার কি বা এটা দিয়ে কি করা যাই মনে হয় সেটা বলার দরকার নেই কারন এখুন সবাই জানে এটা দিয়ে ফ্রী কল থেকে শুরু করে ম্যাসেজ সেন্ড করা যাই একদম ফ্রী সেটা দেশে হোক বা দেশের বাইরে সুধু মোবাইলে বা পিসিতে ভাইবার ইন্সটল থাকেলেই হল সঙ্গে মজার ব্যাপার এটা ব্যবহার করলে যে খুব হাই স্পীড নেট এর দরকার সেটা কিন্তু না কারন আপনি ২ জি নেট স্পীডেও কল করতে পারবেন ভাল ভাবে ।
আপনার পিসিতে ভাইবার ইন্সটল করার জন্য আপনি প্রথমে এখানে ক্লিক করুন । দেখুন ভাইবার অফিসিয়াল সাইট আসবে সেখানে দেখুন Viber for Windows আছে তার নিচে Mac , Linux ও আছে তবে আমি দেখাব কিভাবে উইন্ডোজ পিসিতে ইন্সটল করে ব্যবহার করবেন । তাই আপনি সেখান থেকে Get Viber এ ক্লিক করুন এবং 41 এমবি ফাইলটি ডাউনলোড করুন