Home রহস্যময় জগত পৃথিবীর প্রথম ভূখন্ড জেগে উঠেছিল কাবা ঘরের স্থানে

পৃথিবীর প্রথম ভূখন্ড জেগে উঠেছিল কাবা ঘরের স্থানে

by shamim ahmed

আজ হতে হাজার হাজার বছর আগে ২৫ যিলক্বদ তারিখে মহান আল্লাহর নির্দেশে পৃথিবী নামক গ্রহের মহাসাগর থেকে শুষ্ক ভূ-খন্ডের প্রথম অংশটুকু জেগে উঠেছিল l এর আগে পৃথিবীর উপরিভাগের সব ভূখন্ডই ছিল পানির নিচে নিমজ্জিত l

শুষ্ক ভূখন্ডের যে অংশটুকু সর্বপ্রথম জেগে উঠেছিল সেটাই ছিল পবিত্র কাবা ঘরের স্থান তথা বিশ্বের মুসলমানদের নামাজ পড়ার কিবলা l এরপর ধীরে ধীরে আরও ভূমি জেগে উঠতে থাকে এবং গড়ে ওঠে নানা মহাদেশ, দ্বীপ ও উপদ্বীপ l

kaba

২৫ যিলক্বদ তারিখটি ইসলামী বর্ণনায় ‘জাহল বা দাহল আরদ’ (ভূমির উন্মেষ ও বিস্তৃতি) নামে পরিচিত l কোনো কোনো ইসলামী বর্ণনা অনুযায়ী এই দিনে আবির্ভূত হবেন মানবতার শেষ ত্রাণকর্তা ও বিশ্বনবী (সা.)’র শেষ উত্তরসূরি তথা বিশ্বনবী (সা.)’র আহলে বাইতের (নিষ্পাপ বংশধারার)

সর্বশেষ সদস্য হযরত ইমাম মাহদী (আ.) l তিনি সারা বিশ্বে ইসলামী হুকুমাত ও পরিপূর্ণ ন্যায়বিচার-ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন l দিনটিতে অনেক মুসলমান নফল রোজা পালনসহ বিশেষ ইবাদত-বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন l

You may also like

Leave a Comment