পৃথিবীর প্রথম ভূখন্ড জেগে উঠেছিল কাবা ঘরের স্থানে

আজ হতে হাজার হাজার বছর আগে ২৫ যিলক্বদ তারিখে মহান আল্লাহর নির্দেশে পৃথিবী নামক গ্রহের মহাসাগর থেকে শুষ্ক ভূ-খন্ডের প্রথম অংশটুকু জেগে উঠেছিল l এর আগে পৃথিবীর উপরিভাগের সব ভূখন্ডই ছিল পানির নিচে নিমজ্জিত l

শুষ্ক ভূখন্ডের যে অংশটুকু সর্বপ্রথম জেগে উঠেছিল সেটাই ছিল পবিত্র কাবা ঘরের স্থান তথা বিশ্বের মুসলমানদের নামাজ পড়ার কিবলা l এরপর ধীরে ধীরে আরও ভূমি জেগে উঠতে থাকে এবং গড়ে ওঠে নানা মহাদেশ, দ্বীপ ও উপদ্বীপ l

kaba

২৫ যিলক্বদ তারিখটি ইসলামী বর্ণনায় ‘জাহল বা দাহল আরদ’ (ভূমির উন্মেষ ও বিস্তৃতি) নামে পরিচিত l কোনো কোনো ইসলামী বর্ণনা অনুযায়ী এই দিনে আবির্ভূত হবেন মানবতার শেষ ত্রাণকর্তা ও বিশ্বনবী (সা.)’র শেষ উত্তরসূরি তথা বিশ্বনবী (সা.)’র আহলে বাইতের (নিষ্পাপ বংশধারার)

সর্বশেষ সদস্য হযরত ইমাম মাহদী (আ.) l তিনি সারা বিশ্বে ইসলামী হুকুমাত ও পরিপূর্ণ ন্যায়বিচার-ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন l দিনটিতে অনেক মুসলমান নফল রোজা পালনসহ বিশেষ ইবাদত-বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন l

Leave a Reply