
আই মেকআপ:
আই মেকআপের সময় মনে রাখবেন ছিমছাম হালকা শেডের পোশাকের সঙ্গে আই মেকআপ হওয়া চাই গর্জিয়াস।
সে ক্ষেত্রে ব্ল্যাক, গ্রে কিংবা ব্রাউন আইশ্যাডো ট্রাই করতে পারেন। আইশ্যাডোর পর আইলাইনার দিয়ে আইলাইন এঁকে নিন। মাঝামাঝি জায়গায় একটু বেশি গাঢ় করে এঁকে নিন। নিচের পাতার ক্ষেত্রে আই পেন্সিল ব্যবহার করুন। অবশেষে মাসকারার ঘন প্রলেপ লাগিয়ে নিন।
কালো বা ধূসর রংয়ের পোশাকের সঙ্গে চোখে আনুন শিমার লুক। শিমার লুক আনার জন্য ডার্ক এবং লাইট দুধরনের আইশ্যাডো মিশিয়ে লাগান। ফর্মাল পোশাকের সঙ্গে হালকা চোখের মেকআপ ব্যবহার করুন।
নখের মেকআপ:
নেলপলিশ আপনার স্টাইল স্টেটমেন্টের আরেকটি জরুরি অংশ। পোশাকের সঙ্গে মানানসই নেলপলিশ আপনার ব্যক্তিত্বকে অনন্য করে তুলবে। হালকা শেডের পোশাকের সঙ্গে একটু গর্জিয়াস টাচ যোগ করার জন্য কালো, ব্রাউন বা চকোলেট শেড ব্যবহার করতে পারেন। যাদের গায়ের রং শ্যামলা তারা ট্রাই করতে পারেন গোলাপি বা বেগুনি শেড। খেয়াল রাখবেন, পলিশের রং যেন বেমানান না হয়ে যায়।
অনেকেই মনে করেন পোশাকের সঙ্গে একেবারে রং মিলিয়ে নেলপলিশ পরলে তবেই দেখতে ভালো লাগে, এটি ঠিক নয়। পোশাক গাঢ় রংয়ের হলে নিউট্রাল শেডের নেলপলিশ বেছে নিন। লাল শাড়ির সঙ্গে লাল লিপস্টিক আর নেলপলিশ খুব বেমানান লাগবে। গায়ের রং চাপা হলে হালকা শেডের নেলপলিশ এড়িয়ে চলুন। এর বদলে গাঢ় ম্যাট নেলপলিশ ব্যবহার করুন। বেশি ভালো লাগবে। আর যারা কোনো রকম এক্সপেরিমেন্ট করতে চান না, তারা চোখ বন্ধ করে বেছে নিন ন্যাচারাল শেডস।
কিছু বিষয় খেয়াল রাখুন:
১/কখনো পোশাকের সঙ্গে হুবহু ম্যাচিং আইশ্যাডো বেছে নেবেন না। তাতে দেখতে একেবারেই ভালো লাগে না।
২/যাদের চোখ ছোট তারা ডার্ক আইশ্যাডো ট্রাই করুন। আর বড় চোখের জন্য বেছে নিন লাইট আইশ্যাডো।
৩/চোখের পাতা ছোট হলে লং ল্যাশ মাসকারা ব্যবহার করুন। আর চোখের পাতা যদি পাতলা হয় সেক্ষেত্রে ট্রাই করতে পারেন ভলিউম মাসকারা।
৪/রাতের অনুষ্ঠানে অনায়াসে আপনি করতে পারেন স্মোকি আই মেকআপ।
৫/কারো পছন্দ যদি হয় রেড ড্রেস, তারা আই মেকআপে একটু সাহসী হতেই পারেন। ব্ল্যাক লাইনার দিয়ে গাঢ় করে ল্যাশ লাইন এঁকে নিন। ডার্ক মাসকারা ব্যবহার করুন। আই ল্যাশ কার্ল করতে পারেন বা আই ল্যাশ ছোট হলে ফলস ল্যাশ ট্রাই করুন। পোশাকের সঙ্গে মানিয়ে গ্রিন, গ্রে, ব্লুর শেডগুলোও ব্যবহার করতে পারেন।