প্রতিদিন প্রতিনিয়ত আমরা কত ঝামেলাতেই না পরি। যেগুলো নিয়ে আমাদের চিন্তার ও কমতি থাকে না। অথচ অল্প কিছু টিপস জানা থাকলেই এই সব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম তেমনি কিছু টিপস।
১. ঠোটের কালো দাগ নিয়ে চিন্তা?
কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন, কালা দাগতো উঠবেই সাথে ঠোটে গোলাপী ভাব আসবে।
–
২. কনুইয়ের কালো দাগ দূর করতে চান?
লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন,চলে যাবে।
–
৩. ব্রনের সমস্যা?
এখনই একবার ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন ,তাড়াতাড়ি মিলিয়ে যাবে।
–
৪. পায়ের গোড়ালী ফাটছে?
পেয়াজ বেটে প্রলেপ দিন, ক্রীম কিংবা স্ক্রাবের ঝামেলায় যেতে হবেনা।
–
৫. প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত মাজেন কুলি করেন তবুও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় ?
ব্যাপার না, নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুইমাস নিয়মিত দুই কোঁয়া করে কমলালেবু খান।