Home রেসিপি প্রন ককটেল তৈরি করুন মাত্র ১০ মিনিটে!

প্রন ককটেল তৈরি করুন মাত্র ১০ মিনিটে!

by shamim ahmed

দেখতে দেখতে আবারও চলে এলো । আমাদের এবারের বিষয় “স্ন্যাক্স”। চলুন, এখন আমরা জেনে নিই একটি অসাধারণ রেসিপি “প্রন ককটেল” যা তৈরি করতে পারবেন মাত্র ১০ মিনিটেই।

উপকরণ

চিংড়ী মাছ খোসা ছাড়ানো সিদ্ধ করা ২ কাপ
মেয়নিজ ৪ টেবিল চামচ
টমেটো কেচাপ ৫ টেবিল চামচ
গোলমরিচ ফাঁকি করা ১ চা চামচ
লেটুস কুচি হাফ কাপ
শশা কিউব করে টুকরা হাফ কাপ
চেরি টমেটো ছোট করে কাটা অল্প
লেবুর রস ২ টেবিল চামচ
লবণ স্বাদমত
ধনিয়া পাতা অল্প পরিবেশন এর জন্য

প্রণালি

  • -প্রথমে সালাদ কেটে আলাদা বাটিতে রাখুন।
  • -অন্য একটা বাটিতে মেয়নিজ ,টমেটো কেচাপ,গোলমরিচ ফাঁকি করা ,লেবুর রস, লবণ স্বাদমত দিয়ে খুব ভালভাবে মিশিয়ে নিন। দেখবেন সসটা গোলাপি রঙ হয়ে যাচ্ছে। একটু চেখে দেখতে পারেন টেস্ট ঠিক আছে কিনা। তাহলে আপনি বুঝবেন সস কিংবা মেয়নিজ আরও যোগ করার প্রয়োজন আছে কি না !
  • -সস পারফেক্ট মনে হলে এতে সিদ্ধ করা চিংড়ী দিয়ে মিশিয়ে নিন। এটা এখন ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টা ।
  • -ঠিক পরিবেশনের সময় যে বাটিতে পরিবেশন করবেন তাতে প্রথমে কিছু সালাদ দিন, এর উপর প্রন দিয়ে মাখানো সস ছড়িয়ে দিন, উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিন। ব্যাস রেডি হয়ে গেল ঠাণ্ডা ঠাণ্ডা সালাদ প্রন ককটেল !
  • -সালাদের সাথে আগে কখনই মাখিয়ে রাখবেন না, এতে সালাদের পানি বের হয়ে আসবে আর টেস্ট ও ভাল লাগবে না।

You may also like

Leave a Comment