ফটোশপ সম্পর্কে নতুন কিছু ধারণা

index436

আসলে ফটোশপ নিয়ে এত বেশি টিউন আছে যে নতুন করে কিছু বলার নাই, অনলাইনে যারা খুব কম পরিশ্রম করে বেশি অর্থ উপার্জন করতে চান তাদেরকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন শিখতে হবে, কারণ এখানে আপনি বিভিন্ন ভাবে টাকা আয় করতে পারবেন, যেমন ফ্রিলাঞ্চিং করে আবার আপনার করা কিছু ডিজাইন আপনি চাইলে অনলাইনে কিছু মার্কেট আসে অইগুলাতে পোস্ট করলে যতবার আপনার পোস্ট করা ডিজাইন টা বিক্রি হবে ততবারই আপনি তার জন্য টাকা  পাবেন, আবার টিউটরিয়াল ইউটিউব এ পোস্ট করেও টাকা আয় করতে পারবেন, যাইহোক এইরকম অনেক ভাবেই আপনি প্রকাশ করতে পারবেন সুদু মাত্র একটি সফটওয়্যার যদি ভালভাবে শিখেন, ফটোশপ হল এমনি একটি সফটওয়্যার।আমার এই টিউটরিয়াল গুলোতে ধারাবাহিক ভাবে প্রত্যেকটা টুল, প্যালেট আলাদা আলাদা টিউটরিয়াল এর মাধ্যমে বর্ণনা করা হয়েছে ফলে যারা নতুন তাদের জন্য এই টিউটরিয়াল গুলো সবচে বেশি উপকারে আসবে, আবার যাদের কোন একটি টুলস বা অপশন জানার প্রয়োজন হলে নিচের এই টিউটরিয়াল গুলো থেকে ধারণা পেতে পারেন।

https://www.youtube.com/channel/UCkfhIo3sq8Ex6f6wAHzmEMg

Leave a Reply