সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি ভালো আছেন সবাই।আমরা সবাই টুকিটাকি ভিডিও এডিটিং এর কাজ করি তাই আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও এডিটিং সফটয়্যার নিয়ে হাজির হলাম-বিশ্বখ্যাত corel এর জনপ্রিয় সফটওয়্যার Corel PaintShop Pro X7 v17.2.0.17 Multilingual ISO .যারা ভিডিও এডিটিং করেন তাদের কাজে আসবে । সিডি বার্ণ ছাড়াও আরও যা করতে পারবেন তা হলো ভিডিও থেকে কোন কিছু কেটে ফেলা,জোড়া লাগানো,নতুন কিছু এ্যাড করা,বিভিন্ন ক্লিপ আর্ট যুক্ত করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ২০১৫ সালে সেরা দশে থাকা প্রথমে তার অবস্থান তার পরের অবস্থান Adobe Photoshop
Corel PaintShop Pro X7 v17.2.0.17 Multilingual ISO
ফুল ভার্সন ডাউনলোড
সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড করার পর Winrar সফটওয়্যার দিয়ে ওপেন করে নিন। কারন এটা iso ফাইল। টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।