আমার মনে হয়ে এই মুহূর্তে খুঁজলে এমন কোন লোক পাওয়া যাবে না যে ফায়ারফক্স ব্যবহার করে কিন্তু ‘unresponsive script’ ডায়ালগ বক্স সমস্যায় পড়েন নাই। ইদানিং এই সমস্যা অতি মাত্রায় বেড়ে গেছে। আমি তো একেবারে কাজই করতে পারছিলাম না। এমন আর কার ভালো লাগে বলেন। তাই খুজতে বেরিয়েছিলাম কি উপায়ে এথেকে মুক্তি মেলে। অনেক দিন খুঁজাখুঁজি করেও কিছুদিন আগে যখন কোন উত্তর মিলল না তখন সমস্যাটা নিয়েই কাজ করতে লাগলাম। কিন্তু আজ হঠাৎ চোখের সামনে পরে গেল এর সমাধান। নিজে সল্ভ করেছি, এখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারন, খুব ছোট টিপস হলেও এটি খুবই গুরুত্বপূর্ণ।
তো চলুন দেখি কিভাবে এই ফায়ারফক্স এর আনরেস্পন্সিভ স্ক্রিপ্ট সমস্যা থেকে মুক্ত হবেন –
প্রথমেই আপনার কম্পিউটার এর C ড্রাইভ খুলুন।
এর মধ্যে C: \ Windows \ System32 \ Macromed \ Flash এখানে যান। (৬৪ বিট ব্যবহারকারীরা নিজের মত করে লোকেশন মিলিয়ে নিন)
এখানে mms.cfg নামের একটা ফাইল আছে। এটা কপি করে ডেক্সটপে নিয়ে আসুন।
তারপর এটা নোটপ্যাড দিয়ে ওপেন করুন।
ফাইলটার কন্টেন্টের মধ্যে একেবারে শেষে ProtectedMode = 0 লাইনটি যুক্ত করুন।
ফাইলটা সেভ করুন।
এখন ফাইলটা যেই ফোল্ডার থেকে নিয়ে এসেছেন সেখানে রিপ্লেস করে দিন। এতে আগের ফাইলটা মুছে যাবে।
এখন থেকে আর আপনি ফায়ারফক্স এর আনরেস্পন্সিভ স্ক্রিপ্ট সমস্যা তে পড়বেন না।