ফেসবুকে লগইন করে ব্রাউজারের একটি ট্যাবে ফেসবুকের ওয়েবপেজ খুলে রেখে সচরাচর আমরা চ্যাট করি। তাবে ফায়ারফক্স ব্যবহারকারীরা ফেসবুকের অতিরিক্ত কোনও ওয়েবপেজ খোলা না রেখেই ব্রাউজারের সাইডবারে চ্যাট অপশন নিয়ে আসতে পারেন।
এজন্য প্রথমে ফেসবুকে লগইন করে ফায়ারফক্সের নেভিগেশনবারের বুকমার্কস থেকে Unsorted Bookmarks এ ক্লিক করুন। এরপর Organize থেকে New Bookmark এ ক্লিক করুন।
নতুন পপ আপ উইন্ডোর Name -এর ঘরে Facebook Chat ও Location এর ঘরে facebook.com/presence/popout.php দিয়ে এবং Load this bookmark in the sidebar বক্সে চিহ্ন দিয়ে Add -এ ক্লিক করুন।
এবার ফায়ারফক্সের যেকোনও উইন্ডোতে Ctrl+B চেপে Unsorted Bookmark এর Facebook Chat -এ ক্লিক করলে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন।