Home অন্যান্য ফুটেছে বিশ্বের সবচেয়ে বড় ফুল

ফুটেছে বিশ্বের সবচেয়ে বড় ফুল

by kanak

ফুটেছে বিশ্বের সবচেয়ে বড় ফুল

বিশ্বে প্রতিনিয়ত নানান রকমের ফুল ফুটছে বিশ্বের বড় বড় বাগান গুলোতে। কিন্তু এবার এক অভিনব খবর প্রকাশ হলো জাপান থেকে। সবচেয়ে পুরানো ও বড় প্রজাতির ফুল ফুটেছে জাপানে। টাইটান আরুম নামের এই বিশালাকার ফুলটি দেখতে জাপানের টোকিওর একটি পার্কে ভিড় করছে শত শত মানুষের।

পাঁচ বছরে প্রথমবারের মতো ফুটেছে এই ফুল। এর আগে আনেক ফুন ফুটেছে কিন্তু এর মতো আকারে এতো বড় ফুল আর একটাও ফুটেনি। প্রায় দুই মিটার বা সাড়ে ছয় ফুট উচ্চতার এই ফুলটি কদাচিত ফোঁটে বলে বিশষজ্ঞদের ধারণা। ফোঁটার পর ফুলটি দেখার জন্য আগ্রহী শত শত দর্শনার্থীর কথা ভেবে জিন্দাই বোটানিকাল কর্তৃপক্ষ প্রদর্শনীর সময় বাড়িয়েছে।

জাপানের কিয়োডো সংবাদ সংস্থার খবরে বলা হয়, এই ফুল প্রস্ফূটিত অবস্থায় এক-দুই দিনের বেশি থাকেনা। এই সময় এই ফুল থেকে আনেক ফুলের আঙ্কুরিত হয়ে থাকে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ হলো এই ফুলের প্রজাতির আদি নিবাস।

সুমাত্রায় সমুদ্রপৃষ্ঠের ৪০০ থেকে ১২০০ ফুট উচ্চতায় পাহাড়ের ধাপে জন্মায় এই ফুলের গাছ। এটি এখন বিলুপ্তির পথে।

You may also like

Leave a Comment