Home ফেসবুক ফেসবুক হ্যালো……

ফেসবুক হ্যালো……

by shamim ahmed
হ্যালো নামের নতুন অ্যাপ উন্মুক্ত করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। এই ডায়ালার-অ্যাপ অ্যান্ড্রয়েডে কাজ করবে।

অন্যান্য অনেক বৈশিষ্ট্যের মধ্যে এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীকে আরো সহজে ওয়াই ফাই এর সাহায্যে বিনামূল্যে কল করার সুযোগ দিবে। এই অ্যাপ দিয়ে বন্ধু বা কোন স্থান খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কল ব্লকও করা যাবে। ডায়ালার অ্যাপ নির্মানে ফেসবুকই প্রথম প্রতিষ্ঠান নয়, গুগলের হ্যাঙ্গআউট ডায়ালার অ্যাপ্লিকেশন ৫ মিলিয়নের কাছাকাছি ডাউনলোডার রয়েছে।

You may also like

Leave a Comment