স্মার্টফোনের রিয়ারে দুইটি ক্যামেরার খবর এর আগে শোনা যায়নি। এই প্রথম ফোনের রিয়ারে দুইটি ক্যামেরা নিয়ে আসছে এলজি। ফোনটির মডেল জি ৫। ইতোমধ্যে অনলাইনে ফোনটির রিয়ার প্যানেলের ছবি প্রকাশিত হয়েছে। এলজির নতুন এই ফোনটি হবে ফ্লাগশিপ ঘরানার।
এলজি জি৫ ফোনটিতে থাকছে ৫.৩ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে। প্রসেসর এসডি ৮২০ এসওসি। র্যাম ৩ জিবি। ফোনটির রিয়ার ক্যামেরার একটি হবে ১৬ মেগাপিক্সেলের। অন্যটি ৮ মেগাপিক্সেলের।
ফোনটির বিশেষ ফিচার হিসেবে থাকছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ইউএসবি সি-পোর্ট। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ এটি বাজারে আসার কথা রয়েছে।