প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে মানুষের হাতে হাতে ফোন। এই ফোন ব্যবহার করতে গিয়ে পড়তে হতে পারে নানা সমস্যায়। যার মধ্যে অন্যতম হলো অসাবধানতাবশত ফোন পানিতে পড়ে যাওয়া। ফোন পানিতে পড়ে গেলে কী করণীয় তা অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে কী করণীয়-
১. ফোন পানিতে পড়ে গেলে প্রথমেই ফোন পানি থেকে তুলে অফ করতে হবে। অনেক সময় দেখা যায় পানিতে পড়ে গেলেও ফোন অন থাকে। তাই পানি থেকে তুলে অফ করতে হবে।
২. ফোন অফ করার পরই ফোনের সিম কার্ড, মেমোরি কার্ড, ব্যাটারি ফোন থেকে খুলে ফেলতে হবে।
৩. ব্যাটারি, সিম কার্ড, মেমোরি কার্ড খুলে ফেলার পরই ফোন ভাল করে ঝাঁকাতে হবে। অনেক সময় দেখা যায় ফোন পানিতে পড়ে গেলে ভেতরে পানি ঢুকে যায়। তাই ফোন ভাল করে ঝাঁকালে ভেতরের পানি বেরিয়ে আসে।
৪. ফোন ঝাঁকানোর পর কোন শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করুন এবং ফোনটি বাড়ির চালের বস্তার ভেতরে ঢুকিয়ে রাখুন। চাল ভর্তি বস্তার ভেতর ফোনটি ২৪ ঘণ্টা রাখুন।
৫. এবার আপনি যখন ফোন চালের বস্তার ভেতর থেকে বের করে যখন অন করবেন তখন দেখা যাবে আপনার ফোন পূর্বের মতোই সক্রিয় রয়েছে