
* ফ্রিজ পরিস্কার করার আগে প্রথমে ফ্রিজে সুইচ বন্ধ করে করুন এবং ফ্রিজ থেকে যাবতীয় খাবার বের করে নিন ও পুরোনো খাবার ফেলে দিন।*এরপর ফ্রিজের তাকে শুকনো কাগজ রেখে দিন। ফ্রিজকে ডিপফ্রস্ট মোডে দিয়ে দিন। বরফ গলে গেলে ফ্রিজ থেকে কাগজগুলো বের করে নিন। সমস্ত ময়লা উঠে আসবে।
* ফ্রিজের ভেতরকার দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা ছিটিয়ে কিছুক্ষণ পর কুসুম গরম পানিতে ভেজা কাপড় দিয়ে ফ্রিজের ভেতরের অংশগুলো মুছুন। গন্ধ চলে যাবে।
*মোছার পর ফ্রিজের দরজা অন্তত ঘণ্টাখানেক খোলা রাখুন। দুর্গন্ধ একেবারে গায়েব হয়ে যাবে।
*ডিপ ফ্রিজ পরিষ্কার করতে মাইক্রো ফাইবার যুক্ত কাপড় ব্যবহার করুন।
*অনেকদিন ধরে ফ্রিজে পুরনো খাবার রাখবেন না। এতে ছড়াতে পারে দুর্গন্ধ।
*অনেকদিন ধরে টক দই রাখলে ফ্রিজে বিশ্রি গন্ধের সৃষ্টি হয়। এর সমাধানে ছোট বাটিতে করে অল্প চুন ফ্রিজের ভেতর রেখে দিন।
* এ ছাড়াও পাতিলেবুর টুকরো ফ্রিজের কোণায় রাখলে ফ্রিজ খোলার পরপরই নাকে দুর্গন্ধ লাগবে না।
*প্রতি মাসে অন্তত একবার ফ্রিজ পরিস্কার করুন।