আজ আমি আলোচনা করব বাংলাদেশের টপ ১০ সাইট নিয়ে। আমার লেখার যাবতীয় তথ্য এলেক্সা ডট কম হতে সংগৃহীত।
১। বাংলাদেশে ১ নং অবস্থানে আছে ফেসবুক ডট কম।ফেসবুক সম্পর্কে নতুন করে বলার মত কিছু নাই। বোঝা যাচ্ছে যে বাঙালি ফেসবুকে সময় নষ্ট করে বেশি। ফেসবুক গ্লোবাল র্যাংকে আছে ২ এ।
URL: http://www.facebook.com
২। বাংলাদেশে ২ নং অবস্থানে আছে গুগোল ডট কম। গুগোল হলো সার্চ ইঞ্জিন। এটি বর্তমানে বিশ্বে ১ম অবস্থানে আছে।
URL: http://google.com
৩। বাংলাদেশে ৩ নং অবস্থানে আছে গুগোল ডট কম ডট বিডি।এটি গুগোল বাংলাদেশের ওয়েবসাইট। গুগোল ডট কম আর গুগোল ডট কম ডট বিডি একই কাজ করে থাকে।
URL: http://google.com.bd
৪। বাংলাদেশে ৪ নং অবস্থানে আছে ইউটিউব ডট কম।বাঙালি যে ভিডিও পাগল এটি তার প্রমাণ। ইউটিউবের গ্লোবাল র্যাংক ৪।আর মজার বিষয় যে ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশের বংশভূত জায়াদ করিম।
URL: http://youtube.com
৫। বাংলাদেশে ৫ নং অবস্থানে আছে প্রথম আলো ডট কম।পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বাংলা দৈনিক যে সেরা ১০ এ থাকবে এতে অবাক হওয়ার কিছু নাই। সারা বিশ্বে আছে ৯৭৪ নম্বর অবস্থানে।
URL: http://www.prothom-alo.com
৬। বাংলাদেশে ৬ নং অবস্থানে আছে ইয়াহু ডট কম। এটিও একটি সার্চ ইঞ্জিন। বর্তমানে এটির জনপ্রিয়তা কমে গেলেও বাংলাদেশে এটি ভাল একটা অবস্থান রাখে তা নিশ্চিত।
URL: http://yahoo.com
৭। বাংলাদেশে ৭ নং অবস্থানে আছে বিডিনিউজ২৪ ডট কম । এটি একটি অনলাইন নিউজ পোর্টাল। গ্লোবালে তারা আছে ১৬৬৬ এ।
URL: http://bdnews24.com
৮। বাংলাদেশে ৮ নং অবস্থানে আছে ব্লগস্পট ডট কম। এর মাধ্যমে ব্লগ তৈরি করা হয়।
URL: http://blogspot.com
৯। বাংলাদেশে ৯ নং অবস্থানে আছে আসক ডট কম। আমার মতে এটি এতো জনপ্রিয় হওয়ার কথা না। তবে মনে হয় ইন্টারনেট ডট অর্গের কল্যাণে আসক ৯ম এ আস্তে পেরেছে।
URL: http://ask.com
১০। বাংলাদেশে ১০ নং অবস্থানে আছে বাংলানিউজ২৪ ডট কম । এটিও একটি বাংলা নিউজ পোর্টাল।
URL: http://banglanews24.com
এছাড়া অনলাইনে রেডিও শুনুর ফ্রিতে এখানে ।