Home ইন্টারনেট বাংলাদেশের সেরা ১০ ওয়েবসাইট

বাংলাদেশের সেরা ১০ ওয়েবসাইট

by shamim ahmed

আজ আমি আলোচনা করব বাংলাদেশের টপ ১০ সাইট নিয়ে। আমার লেখার যাবতীয় তথ্য এলেক্সা ডট কম হতে সংগৃহীত।

১। বাংলাদেশে ১ নং অবস্থানে আছে ফেসবুক ডট কম।ফেসবুক সম্পর্কে নতুন করে বলার মত কিছু নাই। বোঝা যাচ্ছে যে বাঙালি ফেসবুকে সময় নষ্ট করে বেশি। ফেসবুক গ্লোবাল র‍্যাংকে আছে ২ এ।
URL: http://www.facebook.com

২। বাংলাদেশে ২ নং অবস্থানে আছে গুগোল ডট কম। গুগোল হলো সার্চ ইঞ্জিন। এটি বর্তমানে বিশ্বে ১ম অবস্থানে আছে।
URL: http://google.com

৩। বাংলাদেশে ৩ নং অবস্থানে আছে গুগোল ডট কম ডট বিডি।এটি গুগোল বাংলাদেশের ওয়েবসাইট। গুগোল ডট কম আর গুগোল ডট কম ডট বিডি একই কাজ করে থাকে।
URL: http://google.com.bd

৪। বাংলাদেশে ৪ নং অবস্থানে আছে ইউটিউব ডট কম।বাঙালি যে ভিডিও পাগল এটি তার প্রমাণ। ইউটিউবের গ্লোবাল র‍্যাংক ৪।আর মজার বিষয় যে ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশের বংশভূত জায়াদ করিম।
URL: http://youtube.com

৫। বাংলাদেশে ৫ নং অবস্থানে আছে প্রথম আলো ডট কম।পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বাংলা দৈনিক যে সেরা ১০ এ থাকবে এতে অবাক হওয়ার কিছু নাই। সারা বিশ্বে আছে ৯৭৪ নম্বর অবস্থানে।
URL: http://www.prothom-alo.com

৬। বাংলাদেশে ৬ নং অবস্থানে আছে ইয়াহু ডট কম। এটিও একটি সার্চ ইঞ্জিন। বর্তমানে এটির জনপ্রিয়তা কমে গেলেও বাংলাদেশে এটি ভাল একটা অবস্থান রাখে তা নিশ্চিত।
URL: http://yahoo.com

৭। বাংলাদেশে ৭ নং অবস্থানে আছে বিডিনিউজ২৪ ডট কম । এটি একটি অনলাইন নিউজ পোর্টাল। গ্লোবালে তারা আছে ১৬৬৬ এ।
URL: http://bdnews24.com

৮। বাংলাদেশে ৮ নং অবস্থানে আছে ব্লগস্পট ডট কম। এর মাধ্যমে ব্লগ তৈরি করা হয়।
URL: http://blogspot.com

৯। বাংলাদেশে ৯ নং অবস্থানে আছে আসক ডট কম। আমার মতে এটি এতো জনপ্রিয় হওয়ার কথা না। তবে মনে হয় ইন্টারনেট ডট অর্গের কল্যাণে আসক ৯ম এ আস্তে পেরেছে।
URL: http://ask.com

১০। বাংলাদেশে ১০ নং অবস্থানে আছে বাংলানিউজ২৪ ডট কম । এটিও একটি বাংলা নিউজ পোর্টাল।
URL: http://banglanews24.com

এছাড়া অনলাইনে রেডিও শুনুর ফ্রিতে এখানে ।

You may also like

Leave a Comment