Home রূপচর্চা বয়স কমান,সুন্দর থাকুন

বয়স কমান,সুন্দর থাকুন

by shamim ahmed
কাঠফাটা গ্রীষ্ম আপনার ত্বকের সঙ্গে করছে রূঢ় আচরণ। রোদ, গরম আর ধুলার প্রকোপে পড়ে ত্বকের অবস্থা নাজেহাল। তাই অস্বস্তির সঙ্গে সহ্য করতে হচ্ছে ব্রণ, র‌্যাশ, ব্লাকহেডস এর মতো ঝামেলা। এদিকে অযথায় বেড়ে চলছে চেহারার বয়স। বুড়িয়ে যাওয়াকে ঠেকাতে পারছেন না কিছুতেই। কিন্তু, খুব সহজেই কমিয়ে নিতে পারেন নিজের বয়স, দরকার শুধু ইচ্ছা।

You may also like

Leave a Comment