ভিডিও ক্লিপ থেকে অডিও অপসারণ

vidioপ্রায় সব ভিডিওতেই সঙ্গীত বা শব্দ থাকে। আপনি যদি একটি ভিডিও থেকে সঙ্গীত বা শব্দ অপসারণ করে একটি নতুন নীরব সিনেমা তৈরি করতে চান তবে নিচের পদ্ধতি অবলম্বন করতে পারেন।

আপনি চাইলে ওয়িন্ডো মুভি মেকার অথবা নিরো(nero) সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তবে এখানে নিরো ভিশন ৫ ব্যবহার করে ভিডিও ক্লিপ থেকে অডিও অপসারণ পদ্ধতি বর্ণনা করা হলঃ

১) প্রথমেই গুগল সার্চে গিয়ে nero সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন।

২) এখন নিরো(nero) ওপেন করে বামে নিচের কোনায় ক্লিক করে nero vision সিলেক্ট করুন।

৩) এখন একটি পেজ আসবে যার মধ্য থেকে make movie অপশনটি বাছাই করুন।

৪) এখন যে ভিডিওটির অডিও আপনি রিমুভ করতে চাচ্ছেন তা টেনে ঐ পেজের মধ্যে ফেলুন এবং একই ভাবে তা টেনে ভিডিও ট্র্যাকের মাঝে ফেলুন এবং এতে রাইট ক্লিক করুন।

৫) এখন properties এ ক্লিক করলে আপনি একটি ভলিউম এর অপশন দেখতে পাবেন। এখন ভলিউম কমিয়ে জিরোতে নিয়ে আসুন।

৬) এখন Next বাটন ক্লিক করে Make dvd with edited movie সিলেক্ট করে dvd video তে ক্লিক করুন।

৭) এখন দুবার Next বাটন ক্লিক করে Write to hard disk folder সিলেক্ট করে desktop সিলেক্ট করে ok চাপুন।

৮) এখন কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার অডিওবিহীন ভিডিও ফাইলটি পাবেন।

Leave a Reply